লোহাগাড়ায় বন্যহাতির আক্রমণে প্রাণ গেল কৃষকের – দৈনিক আজাদী

লোহাগাড়ায় বন্যহাতির আক্রমণে প্রাণ গেল কৃষকের – দৈনিক আজাদী





লোহাগাড়ার চুনতিতে বন্যহাতির আক্রমণে সাহেব মিয়া (৬০) নামে বৃদ্ধ এক কৃষকের মৃত্যু হয়েছে।

সোমবার (১৮ ডিসেম্বর) বিকেলে ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকায় পানের বরজ থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। সাহেব মিয়া উপজেলার আধুনগর ইউনিয়নের হাতিয়ারপুল সিকদার পাড়ার এলাকার মৃত সোলতান আহমদের পুত্র।

স্থানীয়রা জানান, ঘটনার দিন সকালে জাঙ্গালিয়া এলাকায় নিজের পানের বরজে কাজ করতে যান সাহেব মিয়া। দুপুরে তার ছেলে সাইফুল ইসলাম ভাত নিয়ে গেলে সেখানে সাহেব মিয়াকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করেন। পরে হাতির চিৎকার শুনে সামনে গিয়ে দেখতে পান পাহাড়ের ঢালে বৃদ্ধের মৃতদেহ রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।

তাৎক্ষণিক স্থানীয়দের সহয়তায় লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসা হয়।

আধুনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিম উদ্দিন বলেন, চুনতি জাঙ্গালিয়া এলাকায় সাহেব মিয়ার নিজস্ব পানের বরজ রয়েছে। হাতির আক্রমণে তিনি মারা গেছেন বলে স্থানীয়রা আমাকে জানিয়েছেন।

লোহাগাড়া থানার ওসি রাশেদুল ইসলাম বলেন, হাতির আক্রমণে বৃদ্ধ মারা যাবার খবর থানায় কেউ অবহিত করেননি।




Explore More Districts