লোহাগাড়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু – দৈনিক আজাদী

লোহাগাড়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু – দৈনিক আজাদী





লোহাগাড়ার বড়হাতিয়ায় পুকুরের পানিতে ডুবে মোহাম্মদ জাওয়াদ নামে তিন বছর পাঁচ মাস বসয়ী এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (১৬ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দেওয়ান পাড়ায় এই ঘটনা ঘটে। শিশু জাওয়াদ ওই এলাকার খোরশেদ আলমের পুত্র।

স্থানীয় ইউপি সদস্য ওসমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার সময় শিশুর মা পরিবারের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় সকলের অগোচরে শিশুটি খেলাচ্ছলে বসতঘর সন্নিহিত এক পুকুরে পড়ে যায়। অনেকক্ষণ তাকে দেখতে না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি করেন স্বজনরা।

এক পর্যায়ে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় দেখতে পান। দ্রুত উদ্ধার করে উপজেলা সদরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

একইদিন বাদে মাগরিব নামাজে জানাজা শেষে শিশুটির মরদেহ সামাজিক কবরস্থানে দাফন করা হবে। তার মৃত্যুতে স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।




Explore More Districts