লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে জমজ দুই ভাইয়ের মৃত্যু – দৈনিক আজাদী

লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে জমজ দুই ভাইয়ের মৃত্যু – দৈনিক আজাদী

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে দুই জমজ ভাইয়ের মৃত্যু হয়েছে।

২৪মে (শনিবার) দুপুর ২টার দিকে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের হরিদার ঘোনা পল্লনের পাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো- ঐ এলাকার বাসিন্দা আজিজুল হক মাঝির ৪ বছর বয়সী ছেলে আবির হোসেন ও আদিল হোসেন।

স্থানীয় ইউপি সদস্য মামুনুর রশীদ চৌধুরী পুকুরের পানিতে ডুবে দুই জমজ শিশুর মৃত্যুর বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতের চাচা এনামুল হক জানান, প্রতিদিনের মতো আবির ও আদিল বাড়ির উঠানে খেলা করছিল। খেলতে খেলতে তারা হঠাৎ বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায়। বেশ কিছুক্ষণ পর তাদের কোনো সাড়াশব্দ না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।

একপর্যায়ে পুকুরের পানিতে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু দুটিকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রবিউল আলম খাঁন জানান, দুই শিশুর মৃত্যুর বিষয়টি শুনেছি তবে নিহত দুই জমজ শিশুর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই।

Explore More Districts