লোহাগাড়ায় ছাত্রলীগের দুই ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা – দৈনিক আজাদী

লোহাগাড়ায় ছাত্রলীগের দুই ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা – দৈনিক আজাদী

লোহাগাড়ায় ছাত্রলীগের দুই ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। শনিবার (৬ জুলাই) উপজেলা ছাত্রলীগের সভাপতি এ.কে.এম আসিফুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক এরশাদুর রহমান রিয়াদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি সূত্রে এই তথ্য জানা যায়। বিলুপ্ত ঘোষণা করা ইউনিয়ন দুটি হল- পুটিবিলা ও বড়হাতিয়া।

বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত সাংগঠনিকভাবে নিস্ক্রিয় থাকা ও মেয়াদ উত্তীর্ণ হওয়ায় ছাত্রলীগের দুই ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। সেই সাথে উক্ত কমিটিতে পদ প্রত্যাশীদের জীবন বৃত্তান্ত আহবান করা হয়েছে।

লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এরশাদুর রহমান রিয়াদ জানান, পুটিবিলা ও বড়হাতিয়া ইউনিয়ন শাখার ছাত্রলীগের কমিটি নিস্ক্রিয় হওয়া বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একই সাথে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে ছাত্রসমাজ ও তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করে সাংগঠনিক গতিশীল বাড়াতে শিঘ্রই নতুন কমিটি ঘোষণা করা হবে।

Explore More Districts