লোহাগাড়ায় ছড়া থেকে বালু উত্তোলনে অর্থদণ্ডসহ কারাদণ্ড – দৈনিক আজাদী

লোহাগাড়ায় ছড়া থেকে বালু উত্তোলনে অর্থদণ্ডসহ কারাদণ্ড – দৈনিক আজাদী





লোহাগাড়ার চরম্বায় ছড়া থেকে মাটি কাটা ও বালু উত্তোলন করায় দুই ব্যক্তিকে ৬০ হাজার টাকা অর্থদণ্ডসহ এক মাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

আজ শনিবার (৫ নভেম্বর) দুপুরে ইউনিয়নের বাইয়ার পাড়ার হাঙ্গর খাল সংলগ্ন লক্ষ্মীর জোরা ছড়া এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহজাহান। এ সময় জব্দ করা হয়েছে মাটি ও বালু পরিবহনে ব্যবহৃত ২টি ট্রাক।

দণ্ডপ্রাপ্তরা হলো উপজেলার চরম্বা ইউনিয়নের জোট পুকুর পাড় এলাকার মো. আব্দুল মোনাফের পুত্র মো. রিদুয়ানুল হক (১৯) ও একই ইউনিয়নের জান মোহাম্মদ সিকদার পাড়ার ছাবের আহমদের পুত্র জাকির হোসেন (২৬)।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহজাহান জানান, লক্ষ্মীর জোরা ছড়া থেকে অবৈধ মাটি কাটা ও বালু উত্তোলনের সংবাদে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে তারা ভ্রাম্যমাণ আদালতে অপরাধ স্বীকার করায় উভয়দণ্ডে দণ্ডিত করা হয়।

অভিযানে লোহাগাড়া থানার এসআই নুরুন্নবীসহ পুলিশ বাহিনীর সদস্য ও গ্রাম পুলিশ সার্বিক সহযোগিতা করেন।




Explore More Districts