লোহাগাড়ায় ইয়াবা ও নগদ অর্থসহ সেনাবাহিনীর হাতে এক নারী আটক – দৈনিক আজাদী

লোহাগাড়ায় ইয়াবা ও নগদ অর্থসহ সেনাবাহিনীর হাতে এক নারী আটক – দৈনিক আজাদী

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় সেনাবাহিনীর অভিযানে এক নারী মাদক কারবারিকে ইয়াবা ও নগদ টাকাসহ আটক করা হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) বিকেলে লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়নে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সেনা সদস্যরা তাকে আটক করেন। আটকৃত আসামি মনোয়ারা বেগম(২৯) বড়হাতিয়া চাকফিরানী এলাকার জসিম উদ্দিন এর স্ত্রী।

অভিযানে তার কাছ থেকে ৩ হাজার ৩২পিস ইয়াবা, নগদ ৫৫ হাজার ১ শত ৮২ টাকা ও ব্যবহৃত ১টি মোবাইল উদ্ধার করা হয়। আটক নারী দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা কারবারের সঙ্গে জড়িত ছিল বলে জানা গেছে। স্থানীয়দের অভিযোগ, তার মাধ্যমে এলাকায় তরুণ সমাজ মাদকাসক্ত হয়ে পড়ছিল।

অভিযানের বিষয়ে সেনা সূত্র জানায়, মাদকবিরোধী এই অভিযান চলমান থাকবে এবং কেউই ছাড় পাবে না। আটক নারীকে পরবর্তী আইনানুগ প্রক্রিয়ার জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা সেনা সদস্যদের এমন কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেছেন এবং মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

এ বিষয়ে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, ধৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রজ্জু করার পর সকালে পুলিশ স্কটের মাধ্যমে আদালতে প্রেরন করা হয়েছে।

Explore More Districts