
রাজবাড়ী বার্তা ডট কম :
গত ১০ সেপ্টেম্বর রাতে লিবিয়ার ত্রিপলী শহর হতে ১৩৪০.৮০ কি.মি. দূরবর্তী শহর দারনায় সাইক্লোন দানিয়েল আঘাত হানে। এতে লিবিয়ার পূর্বাঞ্চলীয় সরকারের বরাতে বেনগাজী, আল-মারজ, শাহাত, আল-বাইদা এবং দারনা শহরে সবচেয়ে বেশি ক্ষয়-ক্ষতি হয়। ওই ঝড়ে রাজবাড়ীর দুইজনসহ ৬ জন বাংলাদেশীর মৃত্যু হয়।
রাজবাড়ীর মৃতরা হলো, জেলার পাংশা উপজেলার যশাই ইউনিয়নের ধোপাকেল্লা গ্রামের দুলাল খা’র ছেলে সুজন খা (২৩) এবং একই উপজেলার হাবাসপুর গ্রামের আরশেদ মন্ডলের ছেলে শাহিন শেখ (৪০)।
রাজবাড়ীর পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ জানিয়েছেন, বুধবার রাতে তারা বিষয়টি জানার পর মৃতদের পরিচয় উদ্ধারের চেষ্টা চালান। রাত ১০টার দিকে মৃত দুই জনের পরিচয় উদ্ধার করতে পেরেছেন।
তিনি আরো বলেন, রাজবাড়ীর মৃত দুই জনই লিবিয়া হইতে নদী পথে ইতালী যাচ্ছিল। তবে যাবার সময় ঝড়ের কবলে পড়েন তারা এবং মৃত্যু বরণ করেন।