লিবিয়ায় গৌরনদী-আগৈলঝাড়ার ৪০ যুবক আটক

লিবিয়ায় গৌরনদী-আগৈলঝাড়ার ৪০ যুবক  আটক

১ December ২০২৫ Monday ৮:৪৪:১৪ PM

Print this E-mail this


গৌরনদী ((বরিশাল) প্রতিনিধি:

লিবিয়ায় গৌরনদী-আগৈলঝাড়ার ৪০ যুবক  আটক

লিবিয়া পুলিশের হাতে আটক হয়েছেন বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার ৪০ যুবক। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাতে বেনগাজির সিটিখলিফা এলাকার গেইমঘর থেকে তাদের আটক করা হয়। সবাই দালালের মাধ্যমে ভূমধ্যসাগর হয়ে অবৈধভাবে ইতালি যাচ্ছিলেন।

আটকদের মধ্যে ৩৬ জন গৌরনদীর, ৩ জন আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা এবং ১ জন দালাল চক্রের সদস্য।

আটক হওয়া এক যুবকের মা জেসমিন খানম বলেন, লিবিয়ার একদল পুলিশ ২৭ নভেম্বর রাত ১টার দিকে বেনগাজির সিটি খলিফা এলাকায় অভিযান চালিয়ে গেইমঘর থেকে দালাল চক্রের এক সদস্যসহ মোট ৪০ জনকে আটক করে। আমার ছেলেসহ আটক সব যুবকের পাসপোর্ট ও মোবাইল ফোন জব্দ করেছে লিবিয়া পুলিশ। শনিবার রাতে কৌশলে অন্য একটি মোবাইল দিয়ে আটক হওয়ার বিষয়টি আমাদের জানিয়েছে ছেলে। এরপর থেকে আমরা উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছি। 

তিনি আরও বলেন, আমার ছেলে লিবিয়া থেকে ভূমধ্যসাগর পথে ইতালি যাওয়ার সময় গত ২৩ সেপ্টেম্বর রাতে লিবিয়ার কোস্টগার্ডের হাতে আটক হয়েছিল। আটকের ২৭ দিন পর দালাল জাকির মোল্লা আমার ছেলেসহ অন্য আটকদের ছাড়িয়ে দালাল চক্রের অপর এক সদস্যের জিম্মায় রেখেছিলেন। এবারও আটকদের কারাগার থেকে জাকির মোল্লা ছাড়াবেন বলে আমাদের আশ্বস্ত করেছেন।

জানতে চাইলে মানবপাচার চক্রের সদস্য জাকির মোল্লা বলেন, যতবার আটক হবে, ততবারই নিজের টাকা দিয়ে তাদের ছাড়িয়ে আনব।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts