লিডিং ইউনিভার্সিটির ট‍্যুরিস্ট ক্লাবের উদ‍্যোগে আন্ত ডিপার্টমেন্ট স্পোর্টস টুর্নামেন্টের উদ্বোধন 

লিডিং ইউনিভার্সিটির ট‍্যুরিস্ট ক্লাবের উদ‍্যোগে আন্ত ডিপার্টমেন্ট স্পোর্টস টুর্নামেন্টের উদ্বোধন 

লিডিং ইউনিভার্সিটির ট‍্যুরিস্ট ক্লাবের উদ‍্যোগে আন্ত ডিপার্টমেন্ট স্পোর্টস টুর্নামেন্টের উদ্বোধন 

দৈনিকসিলেটডটকম: লিডিং ইউনিভার্সিটির ট‍্যুরিস্ট ক্লাবের উদ‍্যোগে আন্ত ডিপার্টমেন্ট স্পোর্টস টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৭ ডিসেম্বর ২০২১) সকাল ১১ টায় ‘টিএইচএম ভাইকিং স্পোর্টস টুর্নামেন্ট ২০২১’ এর উদ্বোধন করেন লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলী।

এ টুর্নামেন্টে ইনডোর গেইম হিসেবে রয়েছে জনপ্রিয় খেলা উনো, দাবা, লুডু এবং আউটডোর গেইম হিসেবে রয়েছে ফুটবল। তিনদিনব‍্যাপী এ টুর্নামেন্টের বিভিন্ন খেলায় বিশ্ববিদ্যালয়ের ট‍্যুরিজম এন্ড হসপিটালিটি ম‍্যানেজমেন্ট বিভাগের ৪৮ জন শিক্ষার্থী অংশ নিয়েছে। খেলা চলবে ৭, ৮ এবং ৯ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় ক‍্যাম্পাসে।

টুর্নামেন্ট উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার বনমালী ভৌমিক, ব‍্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. বশির আহমেদ ভুঁইয়া, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. মাইমুল আহসান খান, লিডিং ইউনিভার্সিটির পরীক্ষা নিয়ন্ত্রক ড. মোহাম্মদ মোস্তাক আহমদ, রেজিস্ট্রার মেজর (অব) মো শাহ আলম, প্রক্টর মো. রাশেদুল ইসলাম, চীফ লাইব্রেরিয়ান ড. মো. রাসেদুল আজিম, ট‍্যুরিজম এন্ড হসপিটালিটি ম‍্যানেজমেন্ট বিভাগের বিভাগীয় প্রধান মো.  মাহবুবুর রহমান, ট‍্যুরিজম ক্লাবের উপদেষ্টা মো. আব্দুল হালিমসহ ক্লাবসদস‍্য এবং বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাবৃন্দ।

 টুর্নামেন্টে স্পন্সর হিসেব রয়েছে ‘অ‍্যাডভান্সড ক‍্যারিয়ার’ এবং মিডিয়া পার্টনার ‘একুত্তরের কথা’।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

ডিএস/বিআরএন

Explore More Districts