লিও ক্লাব অব চাঁদপুরের খাবার ও উপহার বিতরণ

লিও ক্লাব অব চাঁদপুরের খাবার ও উপহার বিতরণ

বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে লায়ন্স ক্লাব অব চাঁদপুরের সহযোগিতায় এবং লিও ক্লাব অব চাঁদপুরের আয়োজনে বাক-শ্রবণ প্রতিবন্ধী শিশুদের মাঝে খাবার ও উপহার বিতরণ করা হয়েছে।

অক্টোবর সার্ভিস উইকের অংশ হিসেবে ১৬ অক্টোবর বৃহস্পতিবার চাঁদপুর সরকারি বাক-শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়ে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় ক্লাবের সদস্যরা বিদ্যালয়ের শিশুদের সঙ্গে আনন্দঘন সময় কাটান এবং তাদের মধ্যে সুস্বাদু খাবারের পাশাপাশি বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করেন।

অনুষ্ঠানে চাঁদপুর সরকারি বাক-শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়ের পরিচালক ও শিক্ষকবৃন্দ, লিও ক্লাব অব চাঁদপুর -এর প্রেসিডেন্ট লিও জান্নাতুল নাঈমা, সেক্রেটারি আঁখি বশায়ের, প্রোগ্রাম কমিটির চিফ পেট্রন লিও ইসমাইল হোসেন, চেয়ারম্যান লিও সাইফুল ইসলাম লিখন, কো-চেয়ারম্যান লিও আঁখি ও লিও আরজিনা, সেক্রেটারি লিও নুর নবি, জয়েন্ট সেক্রেটারি লিও মুশফিকুর রহমান, ট্রেজারার লিও রাবেয়া আক্তার, মিডিয়া কো-অর্ডিনেটর লিও আনিকা ওলিও নাঈমুল , মেম্বার লিও আবিদা , লিও জহিরুল ও লিও নুসরাত তিশা ও ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।

লিও ক্লাব অব চাঁদপুরের পক্ষ থেকে জানানো হয়, সমাজের অবহেলিত ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মুখে হাসি ফোটানোই তাদের এই উদ্যোগের মূল উদ্দেশ্য। আগামীতেও তাদের এমন মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে।

প্রতিবেদক: আশিক বিন রহিম/
১৭ অক্টোবর ২০২৫

Explore More Districts