লাল চোখের আক্রান্ত শরীর প্রকাশ্যে আসার পরই হাসপাতালে ভর্তি মেহুল চোকসি!

লাল চোখের আক্রান্ত শরীর প্রকাশ্যে আসার পরই হাসপাতালে ভর্তি মেহুল চোকসি!

দীর্ঘ চার বছর পর সামনে এসেছে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB) জালিয়াতি মামলায় অভিযুক্ত হীরে ব্যবসায়ী মেহুল চোকসির (Mehul Choksi) ঝলক। আর তাতেই দেখা গিয়েছে, তাঁর চোখ লাল, ফুলে ঢোল, কালশিটে পড়ে গোটা হাত কালো হয়ে গিয়েছে। ডমিনিকার জেলে বন্দি মেহুল চোকসির এমন দুটি ছবিই এসেছে। যদিও অভিযুক্ত ওই হিরে ব্যবসায়ীর আইনজীবীদের দাবি, তাদের ৬২ বছরের মক্কেলকে জেলে মারধর করা হয়েছে। আর এবার তাঁর আইনজীবী জানালেন, এতটাই অসুস্থ হয়ে পড়েছেন মেহুল চোকসি, তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Explore More Districts