লালমোহনে সিএনজি উল্টে একই পরিবারের ৭ জন আহত

লালমোহনে সিএনজি উল্টে একই পরিবারের ৭ জন আহত

১৪ June ২০২৫ Saturday ৯:৪৮:৪৩ PM

Print this E-mail this


লালমোহন (ভোলা) প্রতিনিধি:

লালমোহনে সিএনজি উল্টে একই পরিবারের ৭ জন আহত

ভোলার লালমোহন উপজেলায় অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে সিএনজি উল্টে একই পরিবারের ৭ জন আহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের মিনার মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এতে আহত হন- মো. পারভেজ (৩৫), মো. রাশেদ (৩০), মো. রাকিব (২০), মো. জাহিদুর (৭), মো. রুবেল (২৬), রেনু বেগম (১৮) এবং বিউটি আক্তার (৩২)। এরা সবাই পার্শ্ববর্তী চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার হাজারীগঞ্জ ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আহতদের মধ্যে মো. রাশেদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ভোলায় রেফার্ড করা হয়। এ ছাড়া বাকিরা লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নেন।

জানা গেছে, সিএনজিযোগে দাওয়াত খেতে চরফ্যাশন থেকে বোরহানউদ্দিন উপজেলায় অবস্থিত এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন আহতরা। এ সময় তাদের সিএনজিটি লালমোহনের মিনার মসজিদ এলাকায় পৌঁছে একটি অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে উল্টে যায়। এতে আহত হন সিএনজিতে থাকা একই পরিবারের ৭ জন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন।

এ বিষয়ে লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। তারা দুর্ঘটনা কবলিত সিএনজিটি উদ্ধার করে থানায় এনেছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts