লালমোহনে ভাবিকে নির্যাতনের মামলায় প্যানেল মেয়র কারাগারে

১৪ July ২০২৪ Sunday ৭:৩৯:০৬ PM

Print this E-mail this


লালমোহন(ভোলা)প্রতিনিধিঃ

ভাবিকে নির্যাতনের মামলায় ভোলার লালমোহন পৌরসভার প্যানেল মেয়র মো. সাইফুল কবিরকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন বাদিনীর আইনজীবী অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলম।

রোববার (১৪ জুলাই) কোর্টে হাজিরা দিতে গেলে তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ভোলার জেলা জজ আদালতের বিচারক মো. ফারুক হোসেন। সাইফুল কবির লালমোহন পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর।

বাদিনীর আইনজীবী অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলম জানান, সাইফুল কবিরের বড় ভাই জিয়াউল কবির বরকত একজন প্রতিবন্ধী। তাদের মা নিজের জমি বিক্রি করে দুই ভাইয়ের জন্য যৌথ ঘর করে দেন। কিন্তু সাইফুল কবির তার প্রতিবন্ধী ভাইকে ওই ঘর থেকে উৎখাত করার পাঁয়তারা করছিল। তারই ধারাবাহিকতায় গত ২৬ এপ্রিল ভাই জিয়াউল কবির বরকত ও তার স্ত্রীকে মারধর করে সাইফুল কবির ও তার লোকজন।

এ ঘটনায় দেবর সাইফুল কবিরসহ ৭ জনকে আসামি করে লালমোহন থানায় মামলা দায়ের করেন তারই ভাবি জেসমিন আক্তার। ওই মামলায় হাজিরা দিতে এলে আদালত মামলাটি আমলে নিয়ে সাইফুল কবিরের জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক



শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts