২১ November ২০২৪ Thursday ৭:৫৭:৩৬ PM |
লালমোহন ((ভোলা) প্রতিনিধি:
ভোলার লালমোহনে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক আবু তৈয়বের (৩২) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে আহত আবু তৈয়ব ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
তিনি বদরপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ও একই এলাকার কারি মোহাম্মদ সালাউদ্দিনের ছেলে।
জানা গেছে, গত ১৮ নভেম্বর সকালে বদরপুর ইউনিয়নের বিএনপির (উত্তর) সভাপতি শহিদুল্যাহ মেলকার গ্রুপ ও যুবদলের সাবেক সভাপতি কামাল হুইচ গ্রুপের মধ্যে দেবিরচর বাজার ইজারার দখল নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। এর এক পর্যায়ে শহিদুল্যাহ মেলকারের লোকজন দা, ছেনি, রড ও দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে কামাল হুইচ গ্রুপকে আক্রমণ করে। এতে কামাল হুইচ ও শহিদুল্লাহ মেলাকার গ্রুপের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের মনজু হাওলাদার, রশিদ হাওলাদার, হাচান কবির সুইচ, শাওন ওয়ার্ড যুবদল সম্পাদক আবু তৈয়ব গুরুতর আহত হয়। গুরুতর আহত শাওন ও আবু তৈয়বকে প্রথমে লালমোহন সদর হাসপাতালে ভর্তি করা হলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
এ ব্যাপারে বদরপুর ইউনিয়ন উত্তর বিএনপির সভাপতি শহিদুল্লাহ মেলকার ও কামাল হুইচ এর মোবাইল ফোন বন্ধ থাকায় তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, দেবিরচর বাজারের ইজারাকে কেন্দ্র করে অনেকদিন ধরে সমস্যা চলছিল। এ ঘটনাকে কেন্দ্র করে সেদিন দুই পক্ষের মধ্যে সংঘর্ষের খবর শুনে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। কয়েক জনকে গ্রেফতারও করা হয়েছে। শুনেছি চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় একজন মারা গেছে। আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |