ডেক্স রিপোর্ট • লালমাইয়ে মজুমদার ফাউন্ডেশন ও নিউইয়র্ক বাংলাদেশী আমেরিকান লায়ন্স ক্লাবের যৌথ উদ্যােগে শীতবস্ত্র বিতরণ করা হয়। শুক্রবার লালমাই উপজেলা শানিচৌঁ মজুমদার বাড়ীতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, মজুমদার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নিউইয়র্ক বাংলাদেশী লায়ন্স ক্লাবের সাধারণ সম্পাদক এবং নিউইয়র্কস্থ কিংস কাউন্টি হসপিটালের নিউরো বিশেষজ্ঞ ও সার্জন ডাঃ মোঃ মশিউর রহমান মজুমদার।
এম. ই. আর. গ্রুপের চেয়ারম্যান শাহাবুদ্দিন আহমেদ এর সভাপতিত্বে আয়োজিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা আজম খান সরকারী কমার্স কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক সাদেকুর রহমান মজুমদার, অনুষ্ঠান আয়োজন কমিটির আহবায়ক মুস্তাফিজুর রহমান মজুমদার, ও সদস্য সচিব মুফতি মোঃ তোয়াহা।

এ সময় বিশিষ্ট সমাজ সেবক মোতালেব হোসেন সরকার, ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী আলমগীর কবির, ইন্জিনিয়ার জিয়াউর রহমান মজুমদার, শরিফ মজুমদার প্রমূখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রায় পাঁচ শতাধিক দুঃস্থ ও অসহায় মানুষকে শীতবস্ত্র প্রদান করা হয়।

