লাম্বি স্কিন ডিজিস রোগ নিয়ন্ত্রণে বদ্ধপরিকর জলঢাকা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা

লাম্বি স্কিন ডিজিস রোগ নিয়ন্ত্রণে বদ্ধপরিকর জলঢাকা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা

লাম্বি স্কিন ডিজিস রোগ নিয়ন্ত্রণে বদ্ধপরিকর জলঢাকা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা

জলঢাকা(নীলফামারী)প্রতিনিধিঃ
নীলফামারীর জলঢাকা উপজেলায় লাম্বি স্কিন ডিজিস (এলএসডি) মারাত্মক ভাইরাস রোগটি প্রতিরোধে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ও কর্মচারীগন বিভিন্ন চিকিৎসা সেবা প্রদানের মধ্যমে রোগটি নিয়ন্ত্রণ আছে বলে জানাযায় । তবে এ রোগটি মশা বা মাছির মাধ্যমে আক্রান্ত পশু থেকে সুস্থ পশুর কাছে ছড়ায়। বৈজ্ঞানিক তথ্য মতে, লাম্বি স্কিন ডিজিস (এলএসডি) একটি ভাইরাসজনিত রোগ। এটি গরুর এক ধরনের চর্মরোগ। বিভিন্ন কীটপতঙ্গের মাধ্যমে রোগটি ছড়ায়। আবার আক্রান্ত গরুর লালা খাবারে মিশে এবং অন্য গরুর মাধ্যমে ছড়াতে পারে। আক্রান্ত গাভির দুধে এই ভাইরাস বিদ্যমান। তাই আক্রান্ত গাভির দুধ বাছুর খেলে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে।

আজ ৩ অক্টোবর রোববার সকালে এ বিষয়ে
জলঢাকা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ ফেরদৌসুর রহমান এর সাথে কথা হলে তিনি বলেন, প্রাথমিক অবস্থায় এ রোগের লক্ষণ হলো জ্বর। পরে ত্বকের ওপরে বড় মাপের ফোড়া বা গোটা তৈরি হয়। মানুষের জলবসন্ত হলে যেমন হয়, এটা অনেকটা তেমনই। তবে এ রোগটি মশা বা মাছির মাধ্যমে আক্রান্ত পশু থেকে সুস্থ পশুর কাছে ছড়ায়। আমরা এ রোগটি নিয়ন্ত্রণে আনার জন্য ব্যাপকভাবে লাম্বি স্কিন ডিজিস এর টিকা বিনামূল্যে প্রদান করা হয় ও উঠান বৈঠকের মাধ্যমে সচেতন বৃদ্ধি এবং ভেটেরিনারি মেডিকেল টিমের মাধ্যমে চিকিৎসা প্রদান করার কারনে এ উপজেলায় রোগটি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে এবং জনমনে স্বস্তিবিরাজ করছে।

আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

Explore More Districts