বান্দরবান জেলার লামা উপজেলায় আদিবাসী সম্প্রদায়ের এক শারিরীক প্রতিবন্ধী মার্মা যুবতীকে (২৩) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা শামুকছড়ার মুখে গত বুধবার বিকেলে ঘটনাটি ঘটে। এ ঘটনায় নির্যাতিতা যুবতীর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। অভিযুক্ত আলতাজ উদ্দিন ঘটনার পর পালিয়ে গেছে বলে জানান স্থানীয়রা।
এই বিষয়ে আরও
মামলা সূত্রে জানা যায়, গত বুধবার সকালে ওই যুবতীর মা সংসারের কাজে উপজেলার কাছাকাছি চকরিয়া উপজেলায় যান। এ সময় যুবতী নিজ বাড়িতে একা ছিল। এ সুযোগকে কাজে লাগিয়ে আলতাজ উদ্দিন (৩০) ঘরে ঢুকে যুবতীকে জোর পূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। আলতাজ উদ্দিন পাশের শামুকছড়া পাড়ার বাসিন্দা জহির আহমদের ছেলে।
এ বিষয়ে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী বলেন, ধর্ষণের ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে গত বুধবার দিনগত রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা (মামলা নং-৩) দায়ের করেছেন। অভিযুক্ত ব্যক্তিকে আটকে পুলিশি তৎপরতা অব্যাহত আছে।