লামায় ৮ মাসের অন্তঃসত্ত্বা নারীকে গণধর্ষণ, গ্রেফতার ২ – দৈনিক আজাদী

লামায় ৮ মাসের অন্তঃসত্ত্বা নারীকে গণধর্ষণ, গ্রেফতার ২ – দৈনিক আজাদী

পার্বত্য জেলা বান্দরবানের লামায় ৮ মাসের অন্তঃসত্ত্বা এক নারীকে গণধর্ষণের ঘটনা ঘটেছে।

এ ঘটনায় ভুক্তভোগীর দেওয়া তথ্যমতে সোমবার (০১ সেপ্টেম্বর) সকালে অভিযুক্ত ০২ জনকে গ্রেফতার করেছে লামা থানা পুলিশ।

রবিবার (৩১ আগস্ট) দিবাগত রাত লামা উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড মুসলিম পাড়ায় এই ঘটনা ঘটে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, লামায় রূপসীপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মুসলিম পাড়ার মো. সোলেইমানের ছেলে মো. ফয়সাল (২১) এবং একই এলাকার ইসহাক সর্দারের ছেলে মো. রাব্বি (২১)।

ভুক্তোভোগীর স্বামী বলেন, তিনি অনেক রাত পর্যন্ত বাগানের কাজে খামার বাড়িতে ছিলেন। রবিবার রাত ৯টা থেকে ১০টার মধ্যে এ ঘটনা ঘটে। বাড়িতে একা থাকার সুযোগে অপরাধীরা তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে ধর্ষণ করে। রাতেই তিনি বিষয়টি লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করেন। পরে আসামিদের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেন।

লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, ভুক্তভোগীকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। এসময় সে অসুস্থ হয়ে পড়লে তাকে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সে এখন হাসপাতালে চিকিৎসাধীন। ধর্ষণের সব আলামত সংরক্ষণ করা হয়েছে।

গ্রেফতার দুই ব্যক্তি এখন থানা হেফাজতে আছে। তাদের আদালতে পাঠানো হবে বলে জানান তিনি।

Explore More Districts