লাখাইয়ে হাতকড়া পড়ানো আসামি ছিনতাই ; আহত ২ পুলিশ – Habiganj News

লাখাইয়ে হাতকড়া পড়ানো আসামি ছিনতাই ; আহত ২ পুলিশ – Habiganj News

হবিগঞ্জের লাখাইয়ে আওয়ামী সন্ত্রাসী বাহিনী পুলিশের  উপর হামলা করে হাতকড়া পড়ানো পলাতক আসামীকে ছিনাইয়া নেয়ার ঘটনা ঘটেছে।

ঘটনাটি ঘটেছে গতকাল রোববার বিকেলে লাখাই স্বজনগ্রাম তদন্ত কেন্দ্রে এলাকায়। এ নিয়ে উপজেলা জোরে চলছে হৈচৈ।

খোঁজ নিয়ে জানা যায়, গতকাল রোববার বিকাল ৫টার সময় স্বজনগ্রাম তদন্ত কেন্দ্রের পুলিশের উপপরিদর্শক ফারুক মিয়া সঙ্গীয় পুলিশ ফোর্স সহ হারিছ মিয়ার ছেলে জি/আর মামলার পরোয়ানা ভুক্ত পলাতক আসামী আশিক মিয়াকে গ্রেপ্তার করে তদন্ত কেন্দ্রে নিয়ে আসলে সালাম মিয়া ও হাজী নসিব মিয়ার নেতৃত্বে একদল আওয়ামী সন্ত্রাসী বাহিনী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তদন্ত কেন্দ্রের সামন থেকে পুলিশকে মারধর করে হ্যান্ডকাপ(হাতকড়া) লাগানো আসামী আশিক মিয়াকে ছিনাইয়া নিয়ে যায়।

এ ঘটনায় স্বজনগ্রাম তদন্ত কেন্দ্রের পুলিশের উপপরিদর্শক ফারুক মিয়া ও কনস্টেবল সাদিকুর রহমান ঘটনাস্থলে আহত হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে জরুরি বিভাগে চিকিৎসা সেবা গ্রহন করেন। এ ঘটনায় হাজী নসিব, সালাম মিয়া,শওকত আকবর, মেম্বার হাফিজুল, এ্যাডভোকেট সামিউল আলম সানী, হারিছ মিয়া সহ ১৮ জনের নাম উল্লেখ করে  আরো ৪০/৫০ জন অজ্ঞাত নামা আসামী সহ থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনার সংবাদ পেয়ে গতকাল রোববার তাৎক্ষণিক হবিগঞ্জ জেলার পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান ও সদর সার্কেলের এ এস পি শহিদুল ইসলাম মুন্সি লাখাই থানায় আসেন।

এ ব্যাপারে লাখাই থানা ওসি বন্দে আলীর সাথে যোগাযোগ করলে তিনি বলেন,আমরা হ্যান্ডকাপ পড়ানো আসামি সহ সকল আসামীদের কে ধরতে অভিযান চালিয়েছি। এবং হবিগঞ্জ জেলা পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান এর দিকনির্দেশনা ও সদর সার্কেলের এএসপি শহিদুল ইসলাম মুন্সির নেতৃত্বে আমরা সক্রিয় অভিযানে আছি।

এ বিষয়ে পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান এর সাথে আলাপ কালে তিনি জানান, হ্যান্ডকাপ পরিহিত পলাতক আসামী কে গ্রেপ্তারে মাঠে নেমেছে পুলিশ।

Explore More Districts