লাখাইয়ে স্ত্রী কর্তৃক তালাক অতঃপর হামলা – Habiganj News

লাখাইয়ে স্ত্রী কর্তৃক তালাক অতঃপর হামলা – Habiganj News

 

হবিগঞ্জের লাখাই উপজেলায় ২ নং মোড়াকরি ইউনিয়নের সুবিদপুর গ্রামের সোনিয়া নামের এক গৃহবধূ তার স্বামীকে ডিভোর্স দিলে উক্ত ডিভোর্সের বিষয়কে কেন্দ্র করে গৃহবধূ সোনিয়ার পরিবার ও তার আত্মীয়-স্বজনের উপর হামলা করেন তালাক প্রাপ্তা(ডিভোর্স) কৃত স্বামী রুবেল চৌধুরী।

ঘটনার বিবরণে জানা যায়,সুবিদপুর গ্রামের মোঃ এনু মিয়ার মেয়ে সোনিয়া আক্তার(২৪) কে একই গ্রামের মোঃ সেনু চৌধুরীর পুত্র মোহাম্মদ রুবেল চৌধুরীর সাথে বিগত ১১ই মে ২০২২ ইসলামী শরা-শরীয়ত মোতাবেক বিবাহ হয়। প্রায় দেড় বছর তাদের দাম্পত্য জীবন ভালই ছিল। দেড় বছর পর সোনিয়ার স্বামী মুহাম্মদ রুবেল চৌধুরী হঠাৎ করে অসুস্থ হয়ে পরলে তাকে চিকিৎসা করানো হলে দিন দিন সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। এবং স্ত্রী সোনিয়ার উপর মানসিক অত্যাচার করতে থাকে।

এক পর্যায়ে বাধ্য হয়ে স্ত্রীর সোনিয়া ১৯ শে ফেব্রুয়ারি ২০২৪ তার স্বামীকে নোটারি পাবলিকের মাধ্যমে তালাক(ডিভোর্স) দেন।
ডিভোর্স দেওয়ার পর থেকে ডিভোর্স প্রাপ্ত স্বামী মোঃ রুবেল চৌধুরী সনিয়ার পরিবার ও তার নানা মামা সহ নিকট আত্মীয়দের উপর বিভিন্নভাবে হামলা করতে থাকে।
গত বুধবার এশার নামাজের সময় সোনিয়ার নানা মোঃ আবু বক্কর মিয়াকে মসজিদের রাস্তায় ফেলে মারপিট করেন তালাক প্রাপ্তা স্বামী মোঃ রুবেল চৌধুরী ।

এ ব্যাপারে সনিয়ার নানা আবু-বক্কর নিজে বাদী হয়ে হবিগঞ্জ কোর্টে মামলা দায়ের করেন।
এই ঘটনার মামলায় পরবর্তী গত শনিবার ১০ই নভেম্বর আবু বক্করের আপন ভাতিজা মোসাদ্দির হোসেন(২৪)মোড়াকড়ি বাজারের চৌরাস্তার মোড়ে আসলে তার ওপর অতর্কিতভাবে হামলা করে রুবেল চৌধুরী। ঘটনাস্থলে আহত হয় মোসাদ্দির হোসেন। আহত অবস্থায় মোসাদ্দির হোসেনকে বামৈ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা করানো হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে নাছির নগর স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যান।

এ ব্যাপারে গৃহবধূ সোনিয়া তার তালাকপ্রাপ্তা স্বামী রুবেল মিয়া চৌধুরী এর বিরুদ্ধে পারিবারিক আদালতে মামলা দায়ের করবেন বলে তিনি জানান।

Explore More Districts