লাখাইয়ে সরকারি রাস্তা ও মসজিদের টিউবওয়েল দখল, ভুক্তভোগীদের অভিযোগ দাখিল – Habiganj News

লাখাইয়ে সরকারি রাস্তা ও মসজিদের টিউবওয়েল দখল, ভুক্তভোগীদের অভিযোগ দাখিল – Habiganj News

হবিগঞ্জের লাখাই উপজেলার ৩নং মুড়িয়াউক ইউনিয়নের ৯নং ওয়ার্ড কাশিমপুর গ্রামে প্রভাবশালী মহল সরকারি রাস্তা ও মসজিদের সরকারি টিউবওয়েল দখল করে রেখেছেন বলে অভিযোগ উঠেছে। এতে করে স্থানীয় গ্রামবাসীসহ সাধারণ মানুষ চলাচল ও পানি ব্যবহারে চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

ভুক্তভোগীরা জানান, সাবেক মেম্বার জাহাঙ্গীর আলম ওরফে জানু মিয়ার নেতৃত্বে একদল লোক দীর্ঘদিন ধরে সরকারি রাস্তা ও কাশিমপুর বাইতুন নূর কেন্দ্রীয় জামে মসজিদের সরকারি টিউবওয়েল জোরপূর্বক দখল করে রেখেছেন। এমনকি সরকারি উদ্যোগে একবার রাস্তা দখলমুক্ত করা হলেও পুনরায় তা দখল করা হয়।

অভিযোগকারীরা আরও বলেন, সাবেক মেম্বার জানু মিয়া টিউবওয়েলের পানির মোটরে পাইপ সংযোগ দিয়ে তা নিজের বাড়িতে নিয়ে গেছেন। এতে মুসল্লিরা সময়মতো পানি ব্যবহার করতে পারছেন না। এ নিয়ে প্রতিবাদ করলে তিনি ও তার স্বজনরা স্থানীয়দের হুমকি-ধামকি প্রদান করেন এবং ভয়ভীতি দেখান।

ভুক্তভোগী গ্রামবাসী বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দাখিল করেছেন। ওই অভিযোগপত্রে ৪২ জন স্বাক্ষর করেছেন। অভিযোগকারীদের মধ্যে আসাদুল মিয়া বলেন, “দীর্ঘদিন ধরে আমরা এই সমস্যায় ভুগছি। রাস্তা দখলের কারণে চলাচলে বাধার সম্মুখীন হচ্ছি। পাশাপাশি মসজিদের টিউবওয়েলের পানি নিজ বাড়িতে ব্যবহার করায় মুসল্লিরা পানির সংকটে পড়ছেন। আমরা আশা করি প্রশাসন দ্রুত ব্যবস্থা নেবে।”

এ বিষয়ে লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাস অনুপ বলেন, “অভিযোগ পেয়েছি, তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

Explore More Districts