হবিগঞ্জের লাখাই উপজেলায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন বিএনপি নেতারা। এসএসসি পরীক্ষার টেস্টে অকৃতকার্য হওয়া এক ছাত্রীকে মূল পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ করে দিয়ে মানবিকতার নজির স্থাপন করেছেন স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ। এই ঘটনা এলাকায় ব্যাপক প্রশংসা অর্জন করেছে।
জানা গেছে, লাখাই উপজেলার অভয় চরণ রাধা চরণ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী উর্মি রানী শীল আসন্ন এসএসসি পরীক্ষার টেস্টে সাত বিষয়ে অকৃতকার্য হন। এতে তার মূল পরীক্ষায় অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়ে। উর্মি স্থানীয় বিএনপি কর্মী স্বপন শীলের মেয়ে।
পরিস্থিতি বিবেচনায় এনে লাখাই উপজেলা বিএনপির সভাপতি ড. আক্তার আহাদ চৌধুরী স্বপন, ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক রানা তালুকদার ঈমান, ইউনিয়ন যুবদল সভাপতি রফিকুল ইসলাম, বিএনপি নেতা হাবিবুর রহমান মাস্টার ও উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক আশীর দাশগুপ্ত স্কুলের প্রধান শিক্ষক আব্দুল জলিলের সঙ্গে যোগাযোগ করেন। নেতৃবৃন্দ তাকে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দিতে অনুরোধ জানান।
শিক্ষার্থীর ভবিষ্যতের কথা চিন্তা করে প্রধান শিক্ষক আব্দুল জলিল পরীক্ষায় অংশ নেওয়ার অনুমতি দেন। উর্মি শীল সেই সুযোগের সদ্ব্যবহার করে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন, যা শিক্ষক, অভিভাবক ও শিক্ষাপ্রতিষ্ঠানে স্বস্তি ও আনন্দের পরিবেশ সৃষ্টি করেছে।
উপজেলা বিএনপির সভাপতি ড. আক্তার আহাদ চৌধুরী স্বপন বলেন,
“আমরা সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করি। একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তায় পড়েছিল, তাই আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করেছি। সে উত্তীর্ণ হওয়ায় আমরা গর্বিত।”
এই ঘটনা প্রমাণ করে যে, মানবিকতা, সহমর্মিতা ও শিক্ষার প্রতি ভালোবাসা দলীয় পরিচয়ের ঊর্ধ্বে। উর্মির সাফল্য এবং বিএনপি নেতৃবৃন্দের মানবিক ভূমিকা লাখাইয়ের শিক্ষাঙ্গনে এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।