লাখাইয়ে জাতীয় যুব দিবস উদযাপিত – Habiganj News

লাখাইয়ে জাতীয় যুব দিবস উদযাপিত – Habiganj News

হবিগঞ্জের লাখাইয়ে জাতীয় যুব দিবস -২০২৪ উদযাপন উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা, প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও যাতায়াত ভাতা বিতরণ করা হয়েছে। 

“দক্ষ যুব গড়বো দেশ, বৈষম্যহীন বাংলাদেশ ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় যুব দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা শুক্রবার (১ নভেম্বর)  সকাল ১০ ঘটিকায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শাহজাহান মিয়ার সভাপতিত্বে ও সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা রতন চন্দ্র আচার্য্য এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  নাহিদা সুলতানা।

শুরুতে পবিত্র কোরআান থেকে তেলওয়াত করেন মিনহাজ উদ্দিন ও পবিত্র গীতা থেকে পাঠ করেন রতন চন্দ্র আচার্য্য।

আলোচনায় অংশ নেন লাখাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ বাহার উদ্দিন, প্রশিক্ষিত যুবক জয়নাল আবেদীন ও উপজেলা যুবফোরাম এর আহবায়ক আকিব শাহরিয়ার, প্রশিক্ষিত যুব ও যুব ফোরাম এর সদস্য আবিদুল ইসলাম।

সভায় বক্তাগন বলেন,  বৈষম্যহীন সমাজ বির্নিমানে এদেশের ছাত্র জনতার আত্মত্যাগ করেছেন। এ আত্মত্যাগের বিনিময়ে যে অর্জন বৈষম্যহীন সমাজ তা বাস্তবায়নের জন্য যুব সমাজের এগিয়ে আসতে হবে। দেশ ও দেশের মানুষের কল্যাণ নিজদের নিরলসভাবে কাজ করে যেতে হবে ।দেশকে এগিয়ে নিতে হলে আত্বকর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে স্বাবলম্বী হতে উদ্যোক্তা হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে।আলোচনা শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও যাতায়াত ভাতা তুলে দেন প্রধান অতিথি সহ অতিথি বৃন্দ।

পূর্বাহ্নে একটি বর্ণাট্যর‍্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়।

Explore More Districts