লাখাইয়ে ইউপি চেয়ারম্যান ও যুবদল নেতার উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ – Habiganj News

লাখাইয়ে ইউপি চেয়ারম্যান ও যুবদল নেতার উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ – Habiganj News

 

হবিগঞ্জের লাখাই উপজেলার ১নং লাখাই  ইউনিয়ন পরিষদের বার বার নির্বাচিত  চেয়ারম্যান ও উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক  আলহাজ্ব আরিফ আহাম্মদ রুপন এর  উপর হামলায়  প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকালে লাখাই  ইউনিয়ন পরিষদের সামনে লাখাই  ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ মোস্তফা কামাল খরছু এর সভাপতিত্বে  প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম এর পরিচালনায়

১নং লাখাই ইউনিয়নের সর্বস্তরের জনগন আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন কামাল উদ্দীন চৌধুরী বুলবুল,মোঃ ইব্রাহিম মিয়া  রহমত উল্লা মুরাদ, রায়হান উদ্দীন ইউপি সদস্য মোস্তাক আহাম্মদ ইউপি সদস্য সাহাদ আমী, মোঃসজির মিয়া, , ইউপি সদস্য  লিয়াকত মিয়া, তাউজ মিয়া তালুকদার,  সাইফুল ইসলাম, লালু মিয়া, মোঃ জিল্লুর রহমান, মোঃশাহিন মিয়া মোহাম্মদ জালাল মিয়া, ফরিদুল ইসলাম, ফজর আলী, সাব্বির আহমেদ, শাহালাল মিয়া, বাবুলু মিয়া, রফিক মিয়া,  কোরআন তেলাওয়াত করেন মহম্মদ ইব্রাহিম মিয়া, গীতা পাঠ করেন সাংবাদিক আশীষ দাশগুপ্ত।

বক্তারা বলেন ১নং লাখাই ইউনিয়নের বার বার নির্বাচিত চেয়ারম্যান  আলহাজ্ব আরিফ আহমেদ রুপন স উপর বামৈ তিনপুল নামক স্থানে অতর্কিত  হামলা কারী জাহাঙ্গীর গংদের দৃষ্টান্ত মূলক শাস্তি ও সুষ্ঠ বিচারে দাবি  প্রশাসনের নিকট জানিয়েছেন  ইউনিয়নবাসী।

Explore More Districts