লাইনচ্যুত হওয়ায় ঢাকা-ময়মনসিংহ সড়কে ট্রেন চলাচল বন্ধ – ময়মনসিংহ প্রতিদিন

লাইনচ্যুত হওয়ায় ঢাকা-ময়মনসিংহ সড়কে ট্রেন চলাচল বন্ধ – ময়মনসিংহ প্রতিদিন

স্টাফ রিপোর্টার

ঢাকা-ময়মনসিংহ সড়কে ট্রেন চলাচল বন্ধ গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ রেল সড়কে ভাওয়াল এক্সপ্রেস লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা-ময়মনসিংহ সড়কে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।বৃহস্পতিবার (১৬ জুন) সকাল পৌনে ১০টার দিকে এ লাইনচ্যুতের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর রেলওয়ে স্টেশন কর্মকর্তা হারুন অর রশিদ।

হারুন অর রশিদ জানান, বৃহস্পতিবার সকাল আটটা ঢাকাগামী ভাওয়াল এক্সপ্রেস ট্রেন শ্রীপুর স্টেশনে প্রবেশ করে। শ্রীপুর স্টেশনে তিস্তা এক্সপ্রেস ট্রেনকে ক্রসিং দিয়ে সকাল ৯টা ২০ মিনিটের সময় ঢাকার উদ্দেশ্যে শ্রীপুর স্টেশন ছেড়ে যায়। রাজেন্দ্রপুর স্টেশনে পৌঁচ্ছার আগেই ৯টা৫৫মিনিটে ট্রেনের পেছনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়ে যায়। এতে ঢাকার সঙ্গে ময়মনসিংহ অঞ্চলের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে পরে।

তিনি আরও জানান, রাজেন্দ্রপুর এলাকায় ট্রেন লাইনচ্যুতের ঘটনায় ঢাকাগামী কমিউটার শ্রীপুর স্টেশনে ও ময়মনসিংহগামী মহুয়া এক্সপ্রেস ভাওয়াল গাজীপুর স্টেশনে দাঁড়িয়ে রয়েছে।

ট্রেন লাইনচ্যুতের বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুত সময়ের মধ্যে বগিটি উদ্ধারে ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

 

Explore More Districts