বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার উদ্যোগে মঙ্গলবার (২ ডিসেম্বর) বাদ মাগরিব লালদিঘীর পারস্থ মজলিস কার্যালয়ে সংগঠনের লন্ডন মহানগর শাখার সহ-সভাপতি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি মাওলানা মাসহুদুর রহমানের বাংলাদেশে আগমণ উপলক্ষ্যে মতবিনিময় সভা শাখা সভাপতি জননেতা আলহাজ্ব মাওলানা এমরান আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল গাফফারের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর সহ-সভাপতি মাওলানা সানা উল্লাহ, সহ-সাধারণ সম্পাদক হাফিজ কয়েছ আহমদ, প্রশিক্ষণ সম্পাদক মুফতি মাওলানা আব্দুস সালাম, সমাজ কল্যাণ সম্পাদক ক্বারী মাওলানা আবুল হোসাইন, মুহাম্মদ ইউসুফ প্রমুখ।
সভাপতি তার বক্তব্যে আগামী ৬ ডিসেম্বর জাতীয় নির্বাচনের পূর্বে গনভোটসহ ৫ দফা দাবিতে আন্দোলনরত বাংলাদেশ খেলাফত মজলিস সহ ৮ দলের বিশাল সমাবেশ সিলেট ঐতিহাসিক আলীয়া মাদরাসা মাঠে সফল করতে সকল নেতাকর্মীসহ সিলেটবাসীর প্রতি আহবান জানান।
মতবিনিময় সভায় মুফতি মাওলানা মাসুদুর রহমান বলেন, আলহামদুল্লিাহ, বাংলাদেশের ন্যায় যুক্তরাজ্য সহ ইউরোপের বিভিন্ন দেশে বাংলাদেশ খেলাফত মজলিস দেশ, জাতি ও ইসলামের কল্যাণে ব্যাপক কাজ করে যাচ্ছে। তিনি বলেন, আমিরে মজলিস অধ্যাপক আল্লামা মামুনুল হকের নেতৃত্বে সংগঠনের দাওয়াতি কার্যক্রমকে বেগবান করতে হবে।


