- নারায়ণগঞ্জ, বন্দর, শহরের বাইরে
- বন্দরে বাসা ডেকে নিয়ে ইট দিয়ে মাথা থেঁতলে যুবককে হত্যা
লন্ডন থেকে গুলশানের ফিরোজায় পৌঁছেছেন বেগম খালেদা জিয়া
- আপডেট টাইম : মে, ৬, ২০২৫, ২:৪৮ অপরাহ্ণ
- 14 পড়েছেন
নিজস্ব সংবাদদাতা :
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গুলশানের বাসভবন ফিরোজায় পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। দুপুর দেড়টা নাগাদ সেখানে পৌঁছান তিনি।
আগে বেলা ১১টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গুলশানের বাসভবন ফিরোজার পথে রওয়ানা হন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। বিশেষ নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে তার গাড়িবহর গুলশানের উদ্দেশ্যে রওনা হয়।
খালেদা জিয়াকে বরণ করে নিতে সেখানে আগে সকাল থেকেই বিএনপির নেতাকর্মীরা জড়ো হন । বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা এসেছেন প্রিয় নেত্রীকে এক নজর দেখার জন্য।এসময় বিমানবন্দর সড়কে ব্যাপক যানজট সৃষ্টি হয়। চরম ভোগান্তির শিকার হন এই সড়কে চলাচলরত যাত্রীরা।
মঙ্গলবার (৬ মে) সকাল ১০টা ৩৮ মিনিটে কাতারের আমিরের পাঠানো একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে তিনি ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সঙ্গে পুত্রবধূ জুবাইদা রহমান, ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান সহ তার ব্যক্তিগত চিকিৎসক সহ সফরসঙ্গীরা দেশে ফিরেছেন।