লন্ডনে টাঙ্গাইল জেলা সমিতি ইউকে’র নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত – News Tangail

লন্ডনে টাঙ্গাইল জেলা সমিতি ইউকে’র নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত – News Tangail

লন্ডনে টাঙ্গাইল জেলা সমিতি ইউকে’র নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত – News Tangail

লন্ডন প্রতিনিধি: জমকালো আয়োজনের মধ্য দিয়ে লন্ডনের ইমপ্রেশন হলে গত ৩০ আগস্ট শনিবার অনুষ্ঠিত হলো টাঙ্গাইল জেলা সমিতি ইউকে’র ২০২৫-২০২৭ মেয়াদের নবগঠিত ১৩১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠান।

অতিথিরা তাদের বক্তব্যে বলেন, এই অভিষেক আয়োজন প্রবাসে টাঙ্গাইল জেলা সমিতি ইউকের ঐক্য, শক্তি এবং সাংগঠনিক প্রজ্ঞাকে আরও সুদৃঢ় করবে এবং এটি সমিতির ইতিহাসে একটি মাইলফলক হয়ে থাকবে।

অনুষ্ঠানে টাঙ্গাইল জেলার ইতিহাস ও ঐতিহ্যকে তুলে ধরে প্রকাশ করা হয় হৃদয়ে টাঙ্গাইল সংকলন। শিশু শিল্পী আরিশা আনফিসা খানের প্রামাণ্যচিত্র প্রদর্শন, মেধাবী শিক্ষার্থীদের মাঝে মেডেল বিতরণ, সমিতির নেতৃবৃন্দকে সম্মাননা স্মারক প্রদান এবং প্রয়াত দুই সদস্যের প্রতি মরনোত্তর সম্মাননা ক্রেস্ট প্রদান ছিল অনুষ্ঠানের বিশেষ দিক।

সমিতির নেতৃবৃন্দ জানান, অতীতের মতো গঠনমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এর মধ্যে আইবিবিএস বাংলা স্কুলের সঙ্গে পার্টনারশিপে শিশুদের বাংলা শিক্ষা কার্যক্রম উল্লেখযোগ্য।

অভিষেক অনুষ্ঠানকে সফল ও স্মরণীয় করে তুলতে যাঁরা অক্লান্ত পরিশ্রম ও অর্থনৈতিক সহযোগিতা করেছেন, তাঁদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবগঠিত কমিটির সভাপতি মো. ফাইজুর রহমান শাজাহান। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক সাইফুর রহমান টিটু, শিবলী সহিদ খোশনোবিশ, শামীমা নাসরিন তন্নী, সৈয়দ আব্দুল আহাদ সবুজ ও কামরুল ইসলাম সৈকত।

উদ্বোধনী বক্তব্য রাখেন সমিতির সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা মনোয়ার মোহাম্মদ।

প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ ও প্যারেন্টিং কনসালট্যান্ট ড. মোহাম্মদ আব্দুল বারি এমবিই।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী জাহিদুল ইসলাম জাহিদ, প্রধান উপদেষ্টা আমিনুল ইসলাম সহিদ, আওয়াল মিয়া, সিনিয়র সহ-সভাপতি ইখলাসুজ্জামান খান টুটুল ও সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা।

এছাড়াও বক্তব্য রাখেন সংগঠনের কার্যকরী পরিষদের নেতৃবৃন্দ, টাঙ্গাইলের বীর মুক্তিযোদ্ধারা এবং আমন্ত্রিত অতিথিদের মধ্যে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ডেপুটি মেয়র, কাউন্সিলর, নিউহ্যাম কাউন্সিলের কাউন্সিলর ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে সমাপ্তি ঘটে জমকালো এই অভিষেক অনুষ্ঠানের।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন

“নিউজ টাঙ্গাইল”র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

Explore More Districts