লটারির মাধ্যমে নতুন ১৩০ কর্মকর্তার পদায়ন করলো রাজউক

লটারির মাধ্যমে নতুন ১৩০ কর্মকর্তার পদায়ন করলো রাজউক

লটারির মাধ্যমে নতুন ১৩০ কর্মকর্তার পদায়ন করলো রাজউক

লটারি প্রক্রিয়ার মাধ্যমে সদ্য যোগদানকৃত ১৩০ কর্মকর্তাকে বিভিন্ন দফতরে পদায়ন করেছে রাজউক। এ পদ্ধতির মাধ্যমে পদায়ন ও বদলি করা হলে কাজের গতি বাড়ার সাথে সাথে নগরবাসী আরও বেশি সেবা পাবেন বলে মত রাজউক কর্মকর্তাদের।

সোমবার (৭ আগস্ট) দুপুরে রাজউক ভবনের সভাকক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন যোগদানকৃতদের পদায়ন করা হয়। এরমধ্যে, প্রথম শ্রেনীর ৫০ জন ও দ্বিতীয় শ্রেণির ৮০ জনকে কর্মকর্তাকে পদায়ন করা হয়।

এ সময় রাজউক চেয়ারম্যান আনিছুর রহমান মিঞা বলেন, পদায়ন, বদলি ও অন্যান্য দাপ্তরিক কার্যক্রমের স্বচ্ছতা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে সংস্থাটি। এর অংশ হিসেবে লটারির মাধ্যমে বদলির এ উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান তিনি।

লটারি প্রক্রিয়ার মাধ্যমে পদায়নকৃতরা কোথাও কোনো তদবির না করেই স্বচ্ছতার সঙ্গে কর্মস্থলে যোগ দিয়েছেন, উল্লেখ করে রাজউক চেয়ারম্যান আরও বলেন, স্মার্ট বাংলাদেশ নির্মাণের লক্ষ্যে সদ্য পদায়নকৃত কর্মকর্তারা তাদের ওপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করবেন বলেই আমাদের বিশ্বাস। ২০৪১ সালের উন্নত বাংলাদেশে পৌঁছাতে হলে দক্ষ জনবল প্রয়োজন। আশা করি সদ্য যোগদানকৃত কর্মকর্তারা ভাল করবেন। তারা প্রত্যেকেই তরুণ। মাত্র বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া শেষ করেছেন। আশাকরি তারা রাজউকের সুনাম আরও বৃদ্ধি করবেন। নতুন নিয়োগ হওয়া এসব জনবল নাগরিক সেবা বাড়াতে কাজ করবে। উন্নত বাংলাদেশে পৌঁছাতে উন্নত নাগরিক সেবার কোনো বিকল্প নেই।

/এসএইচ

Explore More Districts