দীর্ঘদিন পর টেস্ট দলে ফিরেছেন নাঈম হাসান। টেস্ট খেলার পরিমাণ বাড়লেও নাঈম এতদিন ছিলেন দলের বাইরে। মেহেদী হাসান মিরাজের চোট তার জন্য আবারও খুলে দিয়েছে জাতীয় দলের দরজা।

মিরাজের মতই মূলত স্পিনার হিসেবে ধরা হয় নাঈমকে। শ্রীলঙ্কা সিরিজে একাদশে সুযোগ পেলে মিরাজের মত গুরুদায়িত্ব পালন করতে হবে তাকে। মিরাজ সাধারণত লম্বা সময় ধরে এক প্রান্ত থেকে বোলিং করে যান। নাঈমও প্রস্তুত এই দায়িত্ব পালনে।
Advertisment
অনুশীলনে এ নিয়ে কথাও হয়েছে বোলিং কোচ রঙ্গনা হেরাথের সাথে। নাঈম জানান, ‘টেস্টে একটা জায়গায় লম্বা সময় বোলিং করতে হয়। ও বলছিল ঐ জায়গায় ধৈর্য রেখে বল করতে হবে। সোহেল স্যারদের সাথে কাজ করেছি, এটা নিয়েও ওর সাথে কথা হয়েছে। জিজ্ঞেস করল কী কী কাজ করেছি।’
শ্রীলঙ্কার এই দলের ব্যাটারদের ব্যাপারে ধারণা নিতে নাঈম তাদের ভিডিও দেখে নিজের বোলিংয়ে শাণ দিচ্ছেন। তার বিশ্বাস, ভিডিও বিশ্লেষণ করে নেওয়া প্রস্তুতি একাদশে সুযোগ পেলে কাজে লাগানো যাবে।

নাঈম বলেন, ‘ওদের ভিডিও দেখেছি আমি। সে অনুযায়ী পরিকল্পনা করা আছে। যদি সুযোগ পাই ভিডিও দেখার সুবিধাটা কাজে লাগতে পারে। ওদের দল দেখে সবারই ভিডিও দেখেছি।’
সারা দেশেই এখন চলছে গ্রীষ্মকালীন দাবদাহ। সমুদ্র এলাকা চট্টগ্রামে আর্দ্রতা আবার বেশি। নাঈম অবশ্য চট্টগ্রামেরই ছেলে। সেই সাথে আছে ঘরোয়া ক্রিকেটে দীর্ঘ সময় ধরে বল করার অভিজ্ঞতা। তাই বিষয়টিকে চ্যালেঞ্জ মনে হচ্ছে না তার কাছে, ‘আমরা তো চার দিনের ম্যাচ খেলি- বিসিএল, এনসিএল। ওখানেও তো লম্বা সময় বল করতে হয়। সমস্যা হবে না।’
বল বাই বল লাইভ স্কোর পেতে আর নয় বিদেশি অ্যাপ। বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক খবর এবং বল বাই বল লাইভ স্কোর আপনার মুঠোফোনে পেতে এখনি প্লে-স্টোর থেকে BDCricTime সার্চ করে ডাউনলোড করুন বাংলাদেশের নাম্বার ওয়ান ক্রিকেট অ্যাপটি। অথবা ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। ভালো লাগলে অবশ্যই রেটিং দিয়ে উৎসাহী করুন।