লক্ষ্মীপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রামগঞ্জ

লক্ষ্মীপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রামগঞ্জ

লক্ষ্মীপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রামগঞ্জ

হাসিবুর রশীদ, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে জমকালো আয়োজনের মধ্যে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় রামগঞ্জ উপজেলা।

মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে জেলা স্টেডিয়াম মাঠে লক্ষ্মীপুর পৌরসভা ও রামগঞ্জ উপজেলার মধ্যে ফাইনাল ম্যাচে ১-০ গোলে চ্যাম্পিয়ন হয় রামগঞ্জ উপজেলা। পরে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সম্রাট খীসার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. আক্তার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক সুরাইয়া জাহান লাকী, অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমী।

 

এর পাশাপাশি উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর পৌরসভার প্রধান নির্বাহী খান মোহাম্মদ ফারাবী, রামগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এন. রবিন শীর্ষ, জেলা ক্রীড়া কর্মকর্তা মাইন উদ্দিন মিল্কী, জেলা ক্রীড়া সংস্থার সদস্য আ.হ.ম. মোস্তাকুর রহমান, জয়নাল আবেদীন ফিরোজ, সাহেদুর রহমান রাফি, সাইফুল ইসলাম স্বপন প্রমুখ।

 

Explore More Districts