লক্ষ্মীপুর জেলায় করোনা শনাক্ত ৬ হাজার ছাড়াল

লক্ষ্মীপুর জেলায় করোনা শনাক্ত ৬ হাজার ছাড়াল

লক্ষ্মীপুর জেলায় গত ২৪ ঘণ্টায় ৫৬৮ জনের নমুনা পরীক্ষায় ১৯৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় শনাক্ত ব্যক্তির সংখ্যা ছয় হাজার ছাড়াল। একই সময়ে জেলায় করোনায় সংক্রমিত হয়ে একজনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানা যায়।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, নতুন সংক্রমিত ১৯৯ জন নিয়ে জেলায় করোনা সংক্রমিত ব্যক্তি সংখ্যা ৬ হাজার ১৫০। তাঁদের মধ্যে লক্ষ্মীপুর সদর উপজেলায় ৩ হাজার ৪৬১, রায়পুরে ৭২৩, রামগঞ্জে ১ হাজার ৯৭, কমলনগরে ৪৬৬ ও রামগতিতে ৪০৩ জন আছেন। এদিকে এখন জেলায় করোনায় মারা গেছেন ৮০ জন। তাঁদের মধ্যে লক্ষ্মীপুর সদর উপজেলার ৫২, রায়পুরের ৮, রামগঞ্জের ১৫, কমলনগরের ১ ও রামগতির ৪ জন রয়েছেন। করোনা শনাক্ত ও মৃত্যু উভয়ই লক্ষ্মীপুর সদর উপজেলায় বেশি।

Explore More Districts