লক্ষ্মীপুরটোয়েন্টিফোর প্রতিবেদন | ২৫ আগষ্ট ২০২৪ | জুলাই মাসের ২২ তারিখ থেকে টানা বৃষ্টিপাত ও আগষ্ট মাসের ভারী বর্ষণে এবং ফেনী ও নোয়াখালীর অতিরিক্ত পানির প্রভাবে লক্ষ্মীপুরে মানবিক সংকট দেখা দিয়েছে। জেলার ৫৮টি ইউনিয়ন এবং ৪টি পৌরসভার মধ্যে ৪২টি ইউনিয়ন এবং ৩টি পৌরসভায় বন্যায় আক্রান্ত কিংবা দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার শিকার হয়েছে।
এতে প্রায় ১৫ লাখের মতো মানুষ পানিবন্দি হয়েছে। তবে জেলা প্রশাসকের পক্ষ থেকে দাবি করা হয়েছে ৬ লাখ বাসিন্দা পানিবন্দি রয়েছে। কিছু এলাকায় দীর্ঘ কয়েক ঘন্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে।
শনিবার (২৪ আগস্ট) রাত থেকে নোয়াখালীর পানি লক্ষ্মীপুরের বিভিন্ন স্থানে আসতে শুরু করায় জেলার নতুন নতুন এলাকায় প্লাবিত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। এতে স্থানীয়রা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন । সর্বত্র এখন পানিবন্দি লোকজনের হাহাকার দেখা দিয়েছে।
লক্ষ্মীপুরটোয়েন্টিফোর লক্ষ্মীপুর জেলার বন্যা ও জলাবদ্ধতার সর্বশেষ আপডেট গুলো নিজস্ব সোর্সের মাধ্যমে জেলা ও দেশ বিদেশের পাঠকদের জানিয়ে দিচ্ছে।
সরেজমিন পরিদর্শন এবং বিভিন্ন নির্ভরযোগ্য সূত্রের মাধ্যমে লক্ষ্মীপুরটোয়েন্টিফোর লক্ষ্মীপুরের যে সকল এলাকায় বন্যা ও জলাবদ্ধতার তথ্য পেয়েছে সেগুলো নিচে উল্লেখ করা হলো।
📍লক্ষ্মীপুর জেলার বন্যাদূর্গত এলাকা সমূহ
📍কমলনগর উপজেলার বন্যা আক্রান্ত ইউনিয়ন সমূহ
১। চর কাদিরা ইউনিয়ন সম্পূর্ণ ( বন্যা)
২। তোরাবগঞ্জ ইউনিয়ন সম্পূর্ণ ( বন্যা ও জলাবদ্ধতা)
৩। চর লরেঞ্চ ( ১ ও ২ নং ওয়ার্ড জলাবদ্ধতা)
৪। হাজিরহাট ইউনিয়ন জলাবদ্ধতা
📍রামগতি উপজেলার বন্যা আক্রান্ত ইউনিয়ন সমূহ
১। চর পোড়াগাছা ইউনিয়ন সম্পূর্ণ (বন্যা)
২। চর বাদাম ইউনিয়ন ( পূর্ব চরসীতা গ্রাম বেড়িবাঁধের পূর্বের অংশ)
৩। চর রমিজ ইউনিয়ন ( চর আফজল ফকিরা জলাবদ্ধতা)
লক্ষ্মীপুর সদর উপজেলার ২১টি ইউনিয়নের মধ্যে ২টি বাদে অন্য ১৯টি ইউনিয়ন এবং লক্ষ্মীপুর পৌরসভায় বন্যা ও জলাবদ্ধতা রয়েছে।
বিপদমুক্ত ইউনিয়নগুলো হচ্ছে
১। শাকচর ইউনিয়ন
২। চর রমনী ইউনিয়ন ( বন্যামুক্ত তবে জোয়ারের পানি প্রবেশ করে কিছু এলাকায়)
📍রামগঞ্জ উপজেলার বন্যা আক্রান্ত ইউনিয়ন সমূহ
১। লামচর ইউনিয়নের ৮০ ভাগ
২। কাঞ্চনপুর ইউনিয়ন ৮০ ভাগ
৩। ইছাপুর ইউনিয়নের ৮০ ভাগ
৪। চন্ডিপুর ইউনিয়নের ৮০ ভাগ
৫। ভাটরা ইউনিয়ন ৫০ ভাগের বেশি
৬। ভোলাকোট ইউনিয়ন ৫০ ভাগের বেশি
৭। রামগঞ্জ পৌরসভার ৭০ ভাগ
৮। ভাদুর ইউনিয়ন ৫০ ভাগ
৯। করপাড়া ইউনিয়নের বদরপুর, আজিমপুর
১০। দরবেশপুর ইউনিয়ন ৫০ ভাগ
📍রায়পুর উপজেলার বন্যা আক্রান্ত ইউনিয়ন সমূহ
১। রায়পুর পৌরসভার বেশির ভাগ অংশ
২। সোনারপুর ইউনিয়ন
৩। কেরোয়া ইউনিয়ন
৪। চরপাতা ইউনিয়ন
৫। বামনী ইউনিয়ন
৬। চর মোহনা ইউনিয়ন
৭। রায়পুর ইউনিয়ন
৮। দক্ষিণ চর আবাবিল ইউনিয়ন (আংশিক)