লকডাউন অমান্য করে যাত্রী বহন চালককে জরিমানা, বাস জব্দ – কলমাকান্দা | দৈনিক ময়মনসিংহ প্রতিদিন

লকডাউন অমান্য করে যাত্রী বহন চালককে জরিমানা, বাস জব্দ – কলমাকান্দা | দৈনিক ময়মনসিংহ প্রতিদিন

নিজস্ব প্রতিনিধি: নেত্রকোনার কলমাকান্দায় লকডাউন অমান্য করে যাত্রী বহনের দায়ে মায়ের দোয়া পরিবহন বাসের চালককে ১৫ হাজার টাকা জরিমানা ও বাসটিকে জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

জানা যায়, নেত্রকোনার কলমাকান্দা উপজেলার বিশরপাশা বাজার থেকে গত মঙ্গলবার রাত ১০টার দিকে ঢাকার উদ্দেশ্য যাত্রী নিয়ে রওনা দেয় মায়ের দোয়া পরিবহন নামের একটি বাস।

ওই সময় ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইউএনও মো. সোহেল রানার নেতৃত্বে উপজেলা সদরে লকডাউন কার্যকর করতে অভিযান পরিচালনা করছিলেন।

এসময়, বাসটি উপজেলা সদরের রেন্টিতলা নামকস্থানে আসা মাত্রই লকডাউন নিষেধাজ্ঞা অমান্য করে যাত্রী বহনের দায়ে বাসটির চালককে ১৫ হাজার টাকা জরিমানা ও গাড়ী জব্দ করার নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও মো. সোহেল রানা।

ম/প্রতিদিন/হৃদয় আহমেদ

Explore More Districts