লকডাউন অমান্য করে মহাসড়কে গণপরিবহন, ৮৬ বাসের বিরুদ্ধে মামলা

লকডাউন অমান্য করে মহাসড়কে গণপরিবহন, ৮৬ বাসের বিরুদ্ধে মামলা

লকডাউন অমান্য করে মহাসড়কে গণপরিবহন, ৮৬ বাসের বিরুদ্ধে মামলা

সাভার উপজেলার নবীনগর-চন্দ্রা ও ঢাকা আরিচা মহাসড়কে শনিবার বিকালে লকডাউন অমান্য করে যাত্রীবহন করায় উত্তরবঙ্গগামী ৮৬টি বাস আটক করেছে সাভার হাইওয়ে থানা পুলিশ।

হাইওয়ে পুলিশ জানায়, রাজধানী ঢাকার গাবতলী থেকে উত্তরবঙ্গ উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ও আসা বাসগুলো তিন থেকে চারগুণ বেশি ভাড়া নিয়ে রাতে চলাচল করছে। শনিবার বিকালে সাভার উপজেলার নবীনগর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে হাইওয়ে পুলিশের চেকপোস্ট অতিক্রম করার সময়ে গাজীপুর রিজিওনের পুলিশ সুপার আলী আহমেদ খানের নির্দেশে বাসগুলো আটক করা হয়। পরে আইনগত ব্যবস্থা হিসেবে গাড়িগুলোর বিরুদ্ধে মামলা দেয় সাভার হাইওয়ে থানা পুলিশ।
সাভার হাইওয়ে থানার (ওসি) সাজ্জাদ করিম খান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, লকডাউন বাস্তবায়নে হাইওয়ে পুলিশ সড়কে কঠোর অবস্থানে রয়েছে। কিছু অসাধু ড্রাইভার রাতের আঁধার বেশি ভাড়া পাওয়ার আশায় যাত্রী বহন করছে। তাই এদের বিরুদ্ধে সাভার হাইওয়ে থানার ৮৬ মামলা দায়ের করা হয়েছে এবং আমরা ব্যবস্থা নিচ্ছি।

Explore More Districts