করোনা সংক্রমন রোধে রাজশাহীতে চলছে কঠোর লকডাউন। শুক্রবার (২ জুলাই) লকডাউনের দ্বিতীয় দিনে বিনাপ্রয়োজনে বাইরে আসা এমন ৬৬ জনের বিরুদ্ধে মামলা দিয়েছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন- অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) শরিফুল হক।
এই ঘটনায় ৬৬টি মামলায় ৬৭ হাজার ৭৫০ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া মাস্ক বিতরণ করা হয়েছে ১ হাজার ১৫০টি।