র‌্যাব-১১ ’র অভিযানে ৩০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

র‌্যাব-১১ ’র অভিযানে ৩০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল ১১ মে ২০২৫ সকালে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন শালধর সামারচর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে মো.শাহাদাত হোসেন রবিউল (২৩) এবং ২। মো. রবিউল হাসান (২১) নামক ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় আসামীদ্বয়ের হেফাজত হতে ৩০ কেজি গাঁজা ও মাদক পরিবহণ কাজে ব্যবহৃত ১ টি সিএনজি উদ্ধার করা হয়।

মাহমুদুল হাসান লে.কমান্ডার, (এক্স), পিপিএম- সেবা, বিএন, উপ-পরিচালক, কোম্পানী অধিনায়ক, র‌্যাব-১১, সিপিসি-২,কুমিল্লা এ তথ্য জানান।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামী মো. শাহাদাত হোসেন রবিউল (২৩) কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার বড় আলমপুর গ্রামের মো. রফিকুল ইসলাম এর ছেলে এবং মো. রবিউল হাসান (২১) একই গ্রামের টিপু সুলতান এর ছেলে। গ্রেফতারকৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, তারা দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে কুমিল্লার বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। র‌্যাব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

প্রসঙ্গত,র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১১ গত ৫ আগস্ট ২০২৪ হতে অদ্যবধি দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন অভিযানে চাঞ্চল্যকর অপরাধী ৮৬ জন গ্রেফতার, আরসা সদস্য-১৫ জন গ্রেফতার, হত্যা মামলায় ১১০ জন গ্রেফতার,ধর্ষণ মামলায় ৫০ জন গ্রেফতার, অস্ত্র সংক্রান্ত মামলায় ১৩ জন গ্রেফতারসহ ৮৫ টি অস্ত্র, ১২৮৫ রাউন্ড গোলাবারুদ উদ্ধার এবং ২৮২ জন এর অধিক মাদক কারবারি গ্রেফতারসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করে। পাশাপাশি ৪২ জন অপহরণকারী গ্রেফতারসহ ৩৬ জন ভিকটিম উদ্ধার এবং ছিনতাইকারী ও ডাকাত ৫৫ জন, জেল পলাতক ৩৬ জনসহ অন্যান্য অপরাধী প্রায় ২৭৭ জনকে আওতায় এনে র‌্যাব-১১ জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।

প্রেস রিলিজ
১২ মে ২০২৫
এজি

Explore More Districts