- নারায়ণগঞ্জ, শহর
- করিডর বা বন্দর লিজ নয় সংস্কার নিয়ে ভাবুন : মোমিন মেহেদী
র্যাব-১১ কর্তৃক ডাকাত সরদার বোচা হালিম গ্রেফতার
- আপডেট টাইম : মে, ২৪, ২০২৫, ২:২৯ পূর্বাহ্ণ
- 102 পড়েছেন
নারায়ণগঞ্জ প্রতিদিন ::
নারায়ণগঞ্জের ফতুল্লায় সস্তাপুর এলাকায় ঢাকা টেক্সটাইলের মালিক রেজাউল করিমের বাসায় হাত- পা বেধে ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের প্রধান আব্দুল হালিম ওরফে নাকবোচা হালিমকে গ্রেফতার করেছে র্যাব-১১। রাতে সিদ্ধিরগঞ্জের মৌচাক বাসষ্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করে। সে বরগুনা জেলার আলতাফ চৌকিদারের ছেলে।
শুক্রবার দুপুরে সিদ্ধিরগঞ্জের আদমজী র্যাব-১১ এর প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে র্যাব-১১ এর অধিনায়ক লেঃ কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ২০২৪ সালের ২৭ নভেম্বর ঢাকা টেক্সটাইলের মালিক রেজাউল করিমের বাসায় জানালার গ্রীল কেটে বসতঘরে প্রবেশ করে অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মি করে হাত-পা বেঁধে ঘর থাকা ৬০ ভরি স্বর্ণালংকার ও নগদ সাড়ে ৭/৮ লাখ টাকা লুটে নেয়। বৃহস্পতিবার রাতে সিদ্ধিরগঞ্জের মৌচাক বাসষ্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করে হয়। ডাকাতির সাথে জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতারের জন্য অবিযান চলমান। তার বিরুদ্ধে নারায়ণগঞ্জ, ঢাকা, মুন্সিগঞ্জ ও বরগুনা সহ দেশের বিভিন্ন জেলায় ২২টিরও অধিক মামলা রয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।