- নারায়ণগঞ্জ, বন্দর, শহরের বাইরে
- জালিয়াতির অভিযোগে নবীগঞ্জ গালর্স স্কুলের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে আদালতে মামলা
র্যাব-১১’র জালে কিশোর গ্যাং লিডার : অস্ত্র ও মাদক উদ্ধার
- আপডেট টাইম : মে, ২৯, ২০২৫, ১২:১৮ পূর্বাহ্ণ
- 122 পড়েছেন
নারায়ণগঞ্জ প্রতিদিন: :
নারায়ণগঞ্জের ফতুল্লায় কিশোর গ্যাংয়ের আস্তানায় অভিযান চালিয়ে মাদক ও দেশীয় অস্ত্র সহ “ডি কোম্পানি” গ্রুপের দুই সদস্যকে করেছে র্যাব-১১। রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাসদাইর এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। আটককৃতরাঃ ইমরান ও বাপ্পী। অভিযানে সময় তল্লাশি করে বিক্রয়ের জন্য রাখা ১৮ কেজি গাঁজা, ১০১ পুড়িয়া হেরোইন, ৪৭৯ পিছ ইয়াবা সহ ২টি ছুরি ও ২টি চাপাতি উদ্ধার করা হয়। বিকেলে র্যাব-১১ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অধিনায়ক লেঃ কর্ণেল এইচ এম সাজ্জাদ হোসেন এ তথ্য জানান।
তিনি জানান, “ডি কোম্পানী” কিশোর গ্যাং গ্রুপটি সম্প্রতি এলাকাতে আতঙ্ক ও ত্রাস সৃষ্টি করে আসছিলো। তাদের আতঙ্কে এলাকাবাসীর জনজীবন অতিষ্ট হয়ে পড়ে। বিভিন্ন সময়ে দেশিয় অস্ত্র সহ এলাকায় মহড়া দিয়ে আতঙ্ক ছড়িয়ে নিরীহ জনগনের কাছ থেকে ছিনতাই, চাঁদাবাজি, লুটপাট সহ বিভিন্ন অপকর্ম করে আসছিল। এছাড়াও বিভিন্ন স্পটে মাদক সেবন ও কেনাবেচার সাথে সক্রিয়ভাবে জড়িত তারা। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান এই কর্মকর্তা ।