২৪ ডিসেম্বর ২০২৩ রবিবার ১০:৩৭:০৬ অপরাহ্ন | ![]() ![]() ![]() ![]() |
নগর প্রতিনিধিঃ

র্যাব-৮ এর ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে রোববার বিকেল ৩ টায় নগরীর রূপাতলী র্যাব-৮ সদরদপ্তরে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, র্যাবের মহাপরিচালক এম খুরশীদ হোসেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, বরিশাল বিভাগীয় কমিশনার মো. শওকত আলী, বরিশাল রেঞ্জ ডিআইজি মো. জামিল হাসান, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার জিহাদুল কবির, বরিশাল ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) আবু আহাম্মদ আল মামুন, বরিশাল জেলা পুলিশ সুপার মো. ওয়াহিদুল ইসলাম, বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার খান মুহাম্মদ আবু নাসের সহ প্রশাসনের উধ্বর্তন কর্মকর্তাগণ।
এর আগে র্যাব মহাপরিচালক এম খুরশীদ হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. জিহাদুল কবির। এসময় মহাপরিচালককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিএমপি কমিশনার।
সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক
শেয়ার করতে ক্লিক করুন: | Tweet |