র‌্যাব পরিচয়ে ট্রায়ালের নামে মোটরসাইকেল নিয়ে চম্পট প্রতারক আটক

র‌্যাব পরিচয়ে ট্রায়ালের নামে মোটরসাইকেল নিয়ে চম্পট প্রতারক আটক





র‌্যাব পরিচয়ে ট্রায়ালের নামে মোটরসাইকেল নিয়ে চম্পট প্রতারক আটক

নিজস্ব প্রতিবেদক :
যশোরে র‌্যাব পরিচয়ে ট্রায়ালের (চালিয়ে দেখার) নামে মোটরসাইকেল নিয়ে চম্পট দেয়া সেই প্রতারক আব্দুল হালিম মালি ওরফে সাত্তারকে আটক করেছে যশোর ডিবি পুলিশ।
শুক্রবার ঝিকরগাছা থেকে তাকে আটক করা হয়। আটক হালিম মালী ওরফে সাত্তার খুলনার পাইকগাছা উপজেলার শ্যামনগর গ্রামের মহর আলীর ছেলে।
ডিবি পুলিশ জানায়, গত ২৭ সেপ্টেম্বর বেলা সাড়ে ১২টার দিকে শহরের ঝুমঝুমপুরে কবির মটর ওয়ার্কসপের মেকানিক মিন্টুর কাছে নিজেকে র‌্যাব পরিচয় দিয়ে কম মূল্যে একটি পালসার ব্র্যান্ডের মোটরসাইকেল কেনার প্রস্তাব দেয় হালিম। কিন্তু মিন্টু মোটরসাইকেলটি কমমূল্যে বিক্রি করতে অনাগ্রহ প্রকাশ করে। পরে ট্রায়ালের কথা বলে মোটরসাইকেল নিয়ে চম্পট দেয় হালিম মালি। এই ঘটনায় পুলিশের কাছে একটি অভিযোগ দেয়ার পর ডিবির এসআই মফিজুল ইসলামের নেতৃত্বে একটি টিম প্রথমে ঝিকরগাছা থেকে আটক করে চোর হালিম মালীকে। পরে তার তথ্যের ভিত্তিতে, খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি শ্যামনগর গ্রামে অভিযান চালিয়ে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

 




Explore More Districts