র‍্যাব দেখে পালানোর সময় ২৯ লাখ টাকার ইয়াবাসহ গ্রেফতার – দৈনিক আজাদী

র‍্যাব দেখে পালানোর সময় ২৯ লাখ টাকার ইয়াবাসহ গ্রেফতার – দৈনিক আজাদী

চট্টগ্রামের কর্ণফুলীর শিকলবাহা থেকে পাঁচ হাজার ৬৯০ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭)।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকেল পৌনে চারটার দিকে উপজেলার শিকলবাহা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার নাম রিফাত উদ্দিন (২১)। তিনি গাজীপুর টঙ্গী এলাকার রফিকুল ইসলামের ছেলে। শুক্রবার (২৪ জানুয়ারি) র‌্যাব-৭ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানায়।

র‍্যাব জানায়, শিকলবাহা এলাকায় র‍্যাবের অস্থায়ী চেকপোস্টে সন্দেহজনক ICONIC EXPRESS বাসটি তল্লাশি চালালে সে সময় বাস থেকে নেমে দৌড়ে পালানোর চেষ্টা করেন রিফাত।

পরে র‍্যাব সদস্যরা ধাওয়া দিয়ে তাকে ধরে জিজ্ঞাসাবাদ করলে সে বাসের সিটের নিচে একটি ব্যাগে ইয়াবা রাখার কথা স্বীকার করেন। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী বাসের সিটে রাখা ১টি ব্যাগ থেকে পাঁচ হাজার ৬৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ২৯ লাখ টাকা বলে জানা যায়।

র‍্যাব আরও জানিয়েছেন, গ্রেপ্তারকৃত আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান তিনি কক্সবাজার থেকে ইয়াবা কিনে চট্টগ্রামসহ নানা এলাকায় বিক্রি করেন। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃত আসামি ও উদ্ধারকৃত মাদকদ্রব্য কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়।

Explore More Districts