- নারায়ণগঞ্জ, শহর
- নারায়ণগঞ্জে আদালতে সাবেক প্রতিমন্ত্রী পলক
র্যাবের অভিযানে পিস্তল সহ গ্রেফতার যুবক
- আপডেট টাইম : মার্চ, ৫, ২০২৫, ৩:৩৭ অপরাহ্ণ
- 26 পড়েছেন
নারায়নগঞ্জ প্রতিদিন:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান পরিচালনা করে পিস্তলসহ এক যুবককে গ্রেফতার করেছে র্যাব। বুধবার গভীর রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পানির কল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতের নাম মেহেদী হাসান (২০)। সে সিদ্ধিরগঞ্জের পাঠানটুলি এলাকার মো: রহিম মিয়ার ছেলে। এ বিষয়ে র্যাব-১১ এর পরিদর্শক সুজিৎ বিশ্বাস বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছেন।
র্যাব জানায়, গতকাল গভীর রাতে সিদ্ধিরগঞ্জ থানাধীন পানিরকল এলাকায় অস্থায়ী চেক পোষ্ট বসিয়ে তল্লাশির সময় সন্দেহজনক মনে হলে মেহেদী হাসানকে থামতে সংকেত দেয় র্যাব। এ সময় তিনি কৌশলে পালানোর চেষ্টা করলে র্যাব তাকে আটক করে। এবং তাকে তল্লাশি করা হলে তার নিকট থেকে একটি রিভালবার উদ্ধার করা হয়। ধৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিযাধীন রয়েছে বলেও জানায় র্যাব।