রোয়াংছড়িতে ৫টি দোকানে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

রোয়াংছড়িতে ৫টি দোকানে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
রোয়াংছড়িতে ৫টি দোকানে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় সরকার ঘোষিত লকডাউনের ৮ম দিনে রোয়াংছড়ি বাজার এলাকার অভিযান চালিয়ে ৫টি দোকানকে জরিমানা করে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সরকারি আদেশ অমান্য করে বিকাল ৫টার পর দোকান বন্ধ না করায় ৫টি দোকান ও ৩ পথচারীর কাছ থেকে ১৮শ টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালতে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা মো: আবদুল্যাহ আল জাবেদ।

স্থানীয় রঞ্জিত মজুমদার, মো: আরিব, রত্নসেন তঞ্চঙ্গ্যা, শুটকি দোকানের মালিক বিমল বড়ুয়া, উশৈ মারমা, মো: ইউনুস, অমর তঞ্চঙ্গ্যা, লক্ষণ কর্মকারের কাছ থেকে এ জরিমানা আদায় করা হয়। অভিযান চলাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আবদুল্যাহ আল জাবেদ বলেন, লক ডাউন চলাকালে সরকারি আদেশ অমান্য করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এসময় পুলিশ ফোর্স, বিজিবি ও আনসার সদস্যারা সহযোগিতা প্রদান করেন।

Explore More Districts