রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে কক্সবাজারের উখিয়ায় শুরু হয়েছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন।
রোববার (২৪ আগস্ট) উখিয়ার ইনানীতে অবস্থিত হোটেল বেওয়াচে শুরু হয় এই সম্মেলন, যার শিরোনাম— ‘টেক অ্যাওয়ে টু দ্য হাই-লেভেল কনফারেন্স অন দ্য রোহিঙ্গা সিচুয়েশন’।
সম্মেলনের আয়োজক হিসেবে রয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং রোহিঙ্গা ইস্যু বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভের দফতর। এতে অংশ নিচ্ছেন ৪০টি দেশের প্রতিনিধি, পাশাপাশি জাতিসংঘসহ রোহিঙ্গা ইস্যুতে কাজ করা আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা ও অংশীজন।
প্রথম দিনের বিকেলে রোহিঙ্গা প্রতিনিধিরা সরাসরি মতবিনিময় করেন বিদেশি অংশগ্রহণকারীদের সঙ্গে। আলোচনা হয় প্রত্যাবাসনের ভবিষ্যৎ রূপরেখা নিয়ে।
সম্মেলনের সময়সূচি ও মূল এজেন্ডা
আগামীকাল সোমবার (২৫ আগস্ট) সম্মেলনে অংশ নেবেন ড. মুহাম্মদ ইউনূস, যিনি প্রধান উপদেষ্টা হিসেবে সম্মেলনকে দিকনির্দেশনা দেবেন।
সম্মেলনের শেষ দিন মঙ্গলবার (২৬ আগস্ট) বিদেশি অতিথিরা সরাসরি পরিদর্শন করবেন উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পগুলো।
তিন দিনের এই সম্মেলনে শুধু রোহিঙ্গা প্রত্যাবাসনই নয়, গুরুত্ব পাবে আরও বেশ কিছু ইস্যু। এর মধ্যে উল্লেখযোগ্য হলো:
আন্তর্জাতিক অর্থায়ন (ইন্টারন্যাশনাল ফান্ড)
রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত গণহত্যার বিচার
চলমান খাদ্য ও মানবিক সহায়তা
রোহিঙ্গাদের মানসিক স্বাস্থ্য ও মনোবল উন্নয়ন
টেকসই সমাধানের খোঁজে আন্তর্জাতিক মহল
বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ১২ লাখের বেশি রোহিঙ্গা মিয়ানমারে নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসনের অপেক্ষায় রয়েছে। এই পরিস্থিতি থেকে উত্তরণের পথ খুঁজতেই কক্সবাজারে আয়োজিত হয়েছে এই বহুপাক্ষিক আলোচনা।
বিশেষজ্ঞরা মনে করছেন, এই ধরনের উচ্চ পর্যায়ের সম্মেলন রোহিঙ্গা সংকটের দীর্ঘমেয়াদি সমাধানে আন্তর্জাতিক চাপ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এমজে/সিটিজিনিউজ