রোহিঙ্গা ক্যাম্পের ‘তোহা-জোবায়ের’ গ্রুপের জোবায়ের গ্রেফতার | ctgnews.com

রোহিঙ্গা ক্যাম্পের ‘তোহা-জোবায়ের’ গ্রুপের জোবায়ের গ্রেফতার | ctgnews.com
রোহিঙ্গা ক্যাম্পের ‘তোহা-জোবায়ের’ গ্রুপের জোবায়ের গ্রেফতার

       

কক্সবাজার টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী হিসেবে পরিচিত জোবায়ের (২৫) ওরফে কালা জোবায়েরকে হত্যা ও অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করছে পুলিশ।

১৮ সেপ্টেম্বর, শনিবার দিবাগত রাত দেড়টার দিকে টেকনাফ শালবাগানের ২৬ নং ক্যাম্প থেকে তাকে গ্রেফতার করে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা। জোবায়ের ওই ক্যাম্পের এ/৩ ব্লকের নুর মোহাম্মদের ছেলে।

Advertisement

কক্সবাজার ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন অধিনায়ক উপপরিদর্শক (এসপি) তারিকুল ইসলাম তারিক এ তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শালবাগান রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালানো হয়। সেখান থেকে হত্যা ও অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয় জোবায়েরকে। তিনি একাধিক মামলার পলাতক আসামি। সন্ত্রাসী, ডাকাতি, অপহরণের সঙ্গে জড়িত থাকার পাশাপাশি মাদক ব্যবসার সঙ্গেও জড়িত তিনি। এছাড়া ‘তোহা-জোবায়ের’ নামে সন্ত্রাসী গ্রুপের অন্যতম প্রধান সদস্য জোবায়ের।

তিনি আরও জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে জোবায়েরকে টেকনাফ মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

এনইউএস/এমজে

Advertisement


CTG NEWS

Explore More Districts