রোহিঙ্গাদের অনুপ্রবেশে নৌকা ডুবিতে বিজিবি সদস্যসহ নিখোঁজ ২০ রোহিঙ্গা – Chittagong News

রোহিঙ্গাদের অনুপ্রবেশে নৌকা ডুবিতে বিজিবি সদস্যসহ নিখোঁজ ২০ রোহিঙ্গা – Chittagong News

রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকাতে গিয়ে কক্সবাজার টেকনাফের শাহপরীর দ্বীপের বঙ্গোপসাগরে ডুবে গেছে এক বিজিবি সদস্য। একই সময়ে সেখানে ডুবেছে রোহিঙ্গাবাহী নৌকাও। এ ঘটনায় মৃত একজনসহ ২৪ রোহিঙ্গাকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছে ওই বিজিবি সদস্যসহ ১৫ থেকে ২০ জন রোহিঙ্গা।

শুক্রবার ( ২১ র্মাচ ) গভীর রাতে টেকনাফ সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের ৭ নাম্বার ওয়ার্ডের পশ্চিম মৎস্য ঘাটে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নৌকা করে রাতের আঁধারে সাবরাং জিরো পয়েন্টের দক্ষিণ-পশ্চিম ঘাট দিয়ে রোহিঙ্গা অনুপ্রবেশ করতে যাচ্ছে এমন খবরে বিজিবি পোস্টের দায়িত্বে থাকা বিজিবি সদস্যরা সেখানে যান। রোহিঙ্গাদের বাধা দিয়ে নৌকাটি ঘুরিয়ে দেন তারা। এ সময় দুর্ঘটনার কবলে পড়ে ডুবে যায় নৌযানটি। সাগরে পড়ে নিখোঁজ হন একজন বিজিবি সদস্যও। পরে ডুবে যাওয়া নৌকায় থাকা বেশ কয়েকজন রোহিঙ্গা সাঁতরে তীরে চলে আসেন।

নিখোঁজদের নারীও রয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা। তারা বলছে, নিখোঁজদের উদ্ধারে বঙ্গোপসাগরে বিজিবি, কোস্টগার্ড ও স্থানীয়রা চেষ্টা চালাচ্ছে।

এ বিষয়ে টেকনাফ বিজিবি ও কোস্টগার্ডের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের মন্তব্য পাওয়া যায়নি।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দীন বলেন, ‘রাতে ঘটনাটি শুনেছি। এ ব্যপারে বিস্তারিত জেনে পরে জানান হবে’।

এমএ/সিটিজিনিউজ

Explore More Districts