- নারায়ণগঞ্জ, বন্দর, শহরের বাইরে
- বন্দরে পরিত্যাক্ত অবস্থায় বিদেশী পিস্তল উদ্ধার
রোববার মুক্তি পাচ্ছে জাকির খান : অনুসারীদের বিভিন্ন কর্মসূচি
- আপডেট টাইম : এপ্রিল, ১২, ২০২৫, ৯:৩২ অপরাহ্ণ
- 36 পড়েছেন
নারায়ণগঞ্জ প্রতিদিন:
নারায়ণগঞ্জ জেলা ছাতদলের সাবেক সংগ্রামি সভাপতি জাকির খান সকল আইনি জটিলতা শেষে জামিনে মুক্ত হওয়ার খবর ছড়িয়ে পড়েছে তার সমর্থকদের মাঝে। আগামীকাল রোববার (১৩ এপ্রিল) সকালে কারামুক্ত হচ্ছেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান। আদালতের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ায় তার মুক্তিতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন কারা কর্তিপক্ষ। নারায়ণগঞ্জে আলোচিত ব্যবসায়ী নেতা সাব্বির আলম খন্দকার হত্যা মামলায় খালাস পাওয়ায় মুক্তির পথ সুগম হয় তার।
৪টি হত্যা মামলাসহ সর্বোমোট মোট ৩৩টি মামলার আসামি ছিলেন নারায়ণগঞ্জ জেলার সাবেক ছাত্রদল সভাপতি জাকির খান। বিএনপি সরকারের পতনের পর দীর্ঘদিন ষ পলাতক থাকার পর ২০২২ সালের ৩ সেপ্টেম্বরে র্যাব-১১ এর একটি অভিযানে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে সে গ্রেফতার হয়। পর্যায়ক্রমে বিভিন্ন মামলায় জামিন ও খালাস পেয়েছেন তিনি। চলতি বছরের ৭ জানুয়ারি সাব্বির আলম হত্যা মামলার রায়ে খালাস পান নারায়ণগঞ্জ জেলার আলোচিত এই নেতা। এর পার থেকে তার অনুসারীদের মাঝে চাঞ্চল্য ফরে আসে। তারপরেও এতোদিনে তার মুক্তি না হওয়ায় অনেকটা হতাশ হয়ে পড়ে জাকির খানের সমর্থকদের মধ্যে ।
সমর্থকেরা জানিয়েছে, আওয়ামী ফ্যাসিষ্ট সরকার ও গডফাদার শামীম ওসমানের নির্দেশে বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে কারাগারে রাখা হয়েছে জাকির খানকে। নেতা বাইরে থাকলে বিএনপির আন্দোলন সংগ্রাম আরো জোরালো হবার ভয়েই জাকির খানকে কারাগারে থাকতে হয়েছে বলেও জানান তার অনুসারিরা। ।নেতার মুক্তিতে মিছিল নিয়ে কারাগারে যাবেন নেতাকর্মীরা ।
এ বিষয়ে জাকির খানের সমর্থকদের মধ্যে পলাশ ও মেহেদী হাসান মেনন জানায়, নারায়ণগঞ্জ সহ সারাদেশের মানুষের কাছে জাকির খান হলো জনপ্রিয় নেতা। বিএনপির জন্য নিবেদিত প্রান। তার মুক্তিতে নারায়ণগঞ্জ বিএনপি আরও চাঙ্গা হবে । তার মত নেতা প্রত্যেক জেরায় প্রয়োজন। তিনি মুক্তি পেলে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাত আরও শক্তিশালী হবে বলেও মনে করছে তার এই সমর্থকেরা ।