
নিজস্ব সংবাদদাতা ; সরকারি আশেক মাহমুদ কলেজের শিক্ষার্থীদের মধ্যে ক্যারিয়ার সচেতনতা বৃদ্ধি করতে ক্যারিয়ার ক্লাব গত রবিবার ১৪ সেপ্টেম্বর কলেজ মিলনায়তনে ‘রোড টু বিসিএস-সফলতা গল্প’ শীর্ষক সেমিনার আয়োজন করেছে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে অধ্যক্ষ প্রফেসর মোঃ হারুন অর রশিদ, বিশেষ অতিথি হিসেবে শিক্ষক সংসদের সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ক্যারিয়ার ক্লাবের উপদেষ্টা আমানুল্লাহ আল মারুফ। শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীদের উদ্দেশ্যে ৪৪তম বিসিএস প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত ফরহাদ হোসেন (মেধাক্রম-প্রথম), পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত আবু সালেহ মোঃ এমদাদুল্লাহ (মেধাক্রম-৩১) এবং সাধারণ শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত কৌশিক গোপ (মেধাক্রম-২৩) নিজেদের সফলতার গল্প ও ক্যারিয়ার জীবনে ভাল করার পরামর্শ প্রদান করেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “সরকারি চাকরি, বেসরকারি চাকরি বা উদ্যোক্তা উন্নয়ন ক্যারিয়ারের টার্গেট যেটিই হোক, সেই স্বপ্নের পথে অটুট থাকলে, যথাযথ পরিশ্রম করলে সফলতা আসবেই। ক্যারিয়ারে সফল হতে পড়াশোনার পাশাপাশি বিভিন্ন ধরণের বই পড়া, ভাষা দক্ষতা, আত্মউন্নয়নমূলক শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ। শিক্ষাজীবন থেকেই শিক্ষার্থীরা এসকল বিষয়ে সচেতন থাকলে দ্রুত সফল হবে।”ক্যারিয়ার ক্লাবের উপদেষ্টা সদস্য রবিউল আলম লুইপা বলেন, “শিক্ষার্থীরা যে ধরণের ক্যারিয়ারের স্বপ্ন দেখে, সেটি অর্জন করতে ক্যারিয়ার ক্লাব নিয়মিত সেমিনার ও ওয়ার্কশপের আয়োজন করছে। এর ধারাবাহিকতায় আজ আমরা ‘রোড টু বিসিএস-সফলতার গল্প’ সেমিনারের আয়োজন করেছি। আগামীতে সিভি রাইটিং ওয়ার্কশপ, উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার, জবফেয়ারসহ বিভিন্ন আত্মউন্নয়নমূলক সেমিনার নিয়ে ক্যারিয়ার ক্লাব কর্মপরিকল্পনা করছে। আশা করছি শিক্ষার্থীরা উপকৃত হবে।” অনুষ্ঠানে অংশগ্রহণকারী ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নুসরাত আরা মীম বলেন, “আজকের অনুষ্ঠানে উপস্থিত থেকে আমরা বিসিএস পরীক্ষার প্রক্রিয়া ও সফলতার কৌশল সম্পর্কে জানতে পেরেছি। ‘রোড টু বিসিএস-সফলতার গল্প’ সেমিনারটি আয়োজনের জন্য ক্যারিয়ার ক্লাবকে ধন্যবাদ।” আলোচনা শেষে ক্যারিয়ার বিষয়ক কুইজ প্রশ্ন ও এর পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানটিতে বিভিন্ন বিভাগের প্রায় চার শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। ক্লাবের উপদেষ্টা সদস্য মাহফুজুর রহমান খান এঁর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়; অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ওমর ফারুক।