রোটারী ক্লাব অব হবিগঞ্জ সেন্ট্রালের শীতবস্ত্র বিতরণ – Habiganj News

রোটারী ক্লাব অব হবিগঞ্জ সেন্ট্রালের শীতবস্ত্র বিতরণ – Habiganj News

রোটারী ক্লাব অব হবিগঞ্জ সেন্ট্রালের শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর রোটারি ক্লাব অব হবিগঞ্জ সেন্ট্রালের উদ্যোগে বানিয়াচং উপজেলার বলাকীপুর্ প্রাথমিক বিদ‍্যালয়ে বলাকীপুর ,ভাটপাড়া,ভাটিপাড়ার হতদরিদ্রের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয় ।

এ সময় উপস্থিত ছিলেন জনাব রোটারিয়ান শরীফ উল্বা,রোটারিয়ান এডভোকেট সুদ্বীপ কান্ত বিশ্বাস.রোটারিয়ান কৃষিবিদ বিরেন্দ্র লাল রায় ,রোটারিয়ান মনির হোসেন .মোঃ দেওয়ান মিয়া.রোটারিয়ান হাফিজুর রহমান.রোটারিয়ান রকিব হোসেন ।

Explore More Districts